আবারও ধস নামল উত্তরাখণ্ডে। এ বছর টানা বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তর ভারতের এই রাজ্য। ক্ষতির পরিমাণও অনেক বেশি। শনিবার রুদ্রপ্রয়াগে (Landslide- Rudraprayag) ধসের কারণে মৃত্যু হয়েছে তিন জনের। এখনও পর্যন্ত নিখোঁজ কমপক্ষে ১৭ জন। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ। নিখোঁজ ব্যক্তিরা মন্দাকিনী নদীর প্রবল স্রোতে ভেসে গিয়েছে বলে বনে করছে জেলা প্রশাসন।
আরও পড়ুন: বার্লিনে তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয় ভারতীয় মহিলাদের, অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রীর
এদিন ধস নেমেছে কেদারনাথ মন্দির থেকে ১৬ কিলোমিটার দূরেই (Landslide- Rudraprayag)। ধসের সময় দোকানে চার জন স্থানীয় বাসিন্দা এবং ১৬ জন নেপালের নাগরিক ছিলেন। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই ঘটনায় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিচু এলাকায় যাঁরা বসবাস করেন, তাঁদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ধসের কারণে উত্তরাখণ্ডে ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৫ জন। ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ১১৭৬টি।