বার্লিনে তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয় ভারতীয় মহিলাদের, অভিনন্দন বাংলার মুখ্যমন্ত্রীর

Must read

তিরন্দাজিতে নয়া ইতিহাস ভারতের। জার্মানির বার্লিনে আয়োজিত বিশ্বচ্যাম্পিয়নশিপে (World Archery Championships) প্রথম বার সোনা জিতলেন ভারতীয় মহিলারা। তিরন্দাজির দলগত প্রতিযোগিতায় এই প্রথম ভারত সোনা জিতেছে। ভারতীয় দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম (Jyothi Surekha Vennam), পরনীত কৌর (Parneet Kaur) এবং অদিতি গোপীচাঁদ স্বামী (Aditi Gopichand Swami)। ফাইনালে ভারতীয় দল ২৩৫-২২৯ ব্যবধানে হারিয়েছেন মেক্সিকোকে। ট্যুইটারে জ্যোতি সুরেখা ভেন্নাম, পরনীত কৌর এবং অদিতি গোপীচাঁদ স্বামীকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

আরও পড়ুন-কুকি-মেইতেই সংঘর্ষে ফের উত্তপ্ত মণিপুর, নিহত ৩, একাধিক বাড়িতে আগুন

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত! বার্লিনের আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে (World Archery Championships) ভারতের প্রথম সোনা জেতার জন্য জ্যোতি সুরেখা, পরনীত কৌর এবং অদিতি গোপীচাঁদ স্বামীকে আমার আন্তরিক অভিনন্দন। আপনাদের পরিশ্রম আমাদের গর্বিত করেছে। আপনারা শুধুমাত্র বিশ্ব চ্যাম্পিয়ন হননি, বরং আমাদের সকলের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।“

তিরন্দাজি বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতীয়রা জিতেছেন ৬টি সোনা,  ১টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। তবে আগের সব সোনার পদকই ছিল ব্যক্তিগত। এবার দলগত ভাবে এই প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতীয় মহিলা তিরন্দাজরা।

Latest article