কুকি-মেইতেই সংঘর্ষে ফের উত্তপ্ত মণিপুর, নিহত ৩, একাধিক বাড়িতে আগুন

Must read

ফের অগ্নিগর্ভ মণিপুর (Manipur-Violence)। নতুন করে সংঘর্ষের আঁচ ছড়িয়ে পড়ল। ঘটল মৃত্যুর ঘটনা। শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার মেইতেই (Meitei) অধ্যুষিত কাওয়াকটা এলাকায় কুকি জঙ্গিদের হামলায় নিহত ৩। পাল্টা হামলায় একই এলাকায় কুকিদের (Kuki) একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। যত দিন যাচ্ছে উত্তর-পূর্বের এই রাজ্যে যেন আরও অশান্তি বাড়ছে।

দিন দুই আগেও দুষ্কৃতীদের সঙ্গে মেইতেই গোষ্ঠীর বিক্ষোভকারীদের সংঘর্ষে এই বিষ্ণুপুরই উত্তপ্ত হয়েছিল। অভিযোগ, থানা এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে অস্ত্র লুঠ করা হয়েছিল। সেইদিনই সংঘর্ষে প্রায় ১৮ জন আহত হয়।

আরও পড়ুন- কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষে শহিদ ৩ জওয়ান, চলছে তল্লাশি

গত ৩ মে ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’-এর কর্মসূচিকে কেন্দ্র করে মণিপুরে (Manipur-Violence) অশান্তির সূচনা হয়েছিল। মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এর পরেই কুকি-মেইতেই তার বিরোধিতায় পথে নামে। আর তারপর থেকেই সংঘাতের সূচনা হয়। সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ২১০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৬০ হাজার মানুষ ঘরছাড়া।

Latest article