প্রতিবেদন : শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে তিন ব্যাঘ্রশাবকের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য। কয়েকদিন আগেই ওই তিন শাবকের জন্ম দেয় রয়্যাল বেঙ্গল টাইগার রিকা। তাতে উচ্ছ্বসিত হয় পার্ক কর্তৃপক্ষ। মায়ের সঙ্গেই তিন রয়্যাল শাবককে নিরাপদে রাখা হয়েছিল।
আরও পড়ুন-দিনের কবিতা
জানা গিয়েছে, নাইট শেল্টারে নিজের শাবককে ঘাড় কামড়ে ধরে অন্যত্র সরাতে গিয়ে শাবকদের শ্বাসনালিতে দাঁত বসে যায় রিকার। তাতে তিনটের মধ্যে দুটো আগেই মারা যায়। একটি শাবককে প্রাণপণ চেষ্টা করেও বাঁচানো যায়নি। সাফারি পার্ক সূত্রে খবর, জন্ম দেওয়ার দু’দিনের মাথায় বাচ্চাদের এমন পরিণতি রিকার ভুলেই। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। বন বিভাগ মুখ খুলতে চায়নি। যদিও বেঙ্গল সাফারি পার্কে মায়ের ভুলে শাবকের মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। রাজ্য জু অথরিটির সদস্য-সচিব সৌরভ চৌধুরী বলেন, রিকা দ্বিতীয়বার তিন শাবকের জন্ম দেয়৷ রিকার নিজেরও একটু শারীরিক সমস্যা রয়েছে। তাছাড়া ও শীলার মতো অভিজ্ঞ নয়। অসাবধানে ঘাড় কামড়ে শাবকদের সরাতে গিয়ে শ্বাসনালি ফুটো করে ফেলেছে। সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান, সব খতিয়ে দেখা হচ্ছে।