‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-এবারের ডেস্টিনেশন লাল গ্রহ
পাহাড় কান্না
শুনেছো কি পাহাড়ের বুকভরা কান্না
অথবা পাহাড়কন্যার
রিক্ত নিঃশ্বাস!
সবাই আমরা ভাবি পাহাড় দ্যাখো
কত সুন্দর
কখনও কি ভেবেছি যে পাহাড়েরও
প্রাণ আছে।
ওরাও কাঁদে, ওরাও হাসে,
ওরাও শিশিরে ভাসে
পর্বতের গুহার আঁধারে গুহা তো
গর্জন করে
পর্বতের মাঝারে ঝর্নার ধারায় পর্বত
স্নান সারে;
শীতের কনকনে ঠান্ডার আঁধারে
বরফের জামা গায়ে
পর্বতকন্যা শান্তি পায়
সাদা চাদরে শরীর ঢেকে।
তৃষাতুর সৃষ্টির তৃষিত ঘ্রাণে
কম্পনে পাহাড় চমকায়।
সূর্য ও চাঁদের উভয়ের ঝিলিকে
পাহাড় কন্যা আবার ধমকায়।
পাহাড়ের বুকে ঝর্নার স্রোত
যেন গলায় মুক্তোর মালা
সবুজের বনবীথির সবুজালয়ে—
ফুলে ফলে ভরা বেলা।
পাহাড় কন্যা কখনও হাসে
যখন পড়ে সবার নিশ্বাস
কিন্তু পাহাড় কন্যাও কাঁদে
পড়ে যখন দীর্ঘশ্বাস।
মুখ লুকিয়ে একান্তে কাঁদে
আমরা শুনতে পাই না।
সৌন্দর্য শুধু ভোগ করি মোরা
শুনি না ওদের যন্ত্রণা
তাই তো পাহাড়ও নীরবে
ফেলে চোখের জলের মূর্ছনা।
দুঃখ তোমার আমার সবার
প্রকৃতি মোদের বড়মা।
সাঁঝের নিঝুম নীরব নিশীথে
গুহা-গহ্বর যায় পরমা।
তবুও থামে ক্লান্তি
নিদ্রায় আসে শান্তি
রোদ-জোছনায় আয়না
পাহাড় যেন কাঁদে না।
নদীর স্রোতে পাহাড় ঝলমল
রোদের তেজে কলেবর
বর্ষার জলে বর্ষিত ঝর্না
পাহাড়ের গায়ে টলমল।
পাহাড় কন্যা তখন নেই কান্না
গরবে গরবিনী
মানুষ বিনা পাহাড় কন্যা
হয় নাকো অনন্যা॥