সালানপুরে গড়ে উঠবে ৩টি ইস্পাত কারখানা

জেলায় নতুন তিনটি ইস্পাত নির্ভর কারখানা তৈরি হলে এই এলাকায় কর্মসংস্থানের নয়া জোয়ার দেখা দেবে বলে সব মহলের আশা।

Must read

সংবাদদাতা, আসানসোল : জেলার শিল্পমুকুটে নতুন পালক। পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকে নতুন তিনটি ইস্পাত কারখানা গড়ে উঠতে চলেছে। ছয় মাসের মধ্যে এই কারখানাগুলির চূড়ান্ত রূপরেখা প্রকাশ্যে আসবে। বারাবনির বিধায়ক ও আসানসোল পুরপ্রধান বিধান উপাধ্যায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান সালানপুর ব্লক আইএনটিটিইউসি সভাপতি মনোজ তেওয়ারি।

আরও পড়ুন-গড়ের রাজবাড়ি, পূজিত হন দানবীর যাদবরামও

হিন্দুস্তান কেবলস শ্রমিকমঞ্চে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাংবাদিক সম্মেলনে মহঃ আরমান, ভোলা সিং ও ললিত দাস, মনোজ তেওয়ারি, অপর্ণা রায়, সাগর কুণ্ডু, জয়েশ হাঁসদা প্রমুখ ছিলেন। মনোজ জানান, ব্লকের ১২টি ইস্পাত কারখানা ও ৪০টি রিফ্র্যাক্টরি থাকলেও তার মধ্যে তিনটি ইস্পাত কারখানা বন্ধ। এর দুটি কারখানা খোলার ব্যাপারে বিধান উপাধ্যায় শিল্প দফতরের সঙ্গে কথা বলছেন। দীপাবলির পরেই চালু হয়ে যাবে। তবে ‘ইম্পেক্স ফেরোটেক’-সহ বেশ কয়েকটি কারখানায় ডিভিসি বিশাল অঙ্কের বিদ্যুৎ বিল পাঠিয়েছে। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় দশদিন উৎপাদন বন্ধ। এর দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এদিন জানানো হয়, ব্লকের অসংগঠিত ক্ষেত্রসহ শ্রমিককর্মীরা এ বছর অর্ধ শতাংশ বেশি হারে বোনাস পাবেন। দুর্গাপুজোর পরেই রূপনারায়ণপুর থেকে কেশিয়া মোড় পর্যন্ত রাস্তাটির পূর্ণ সংস্কার করা হবে। জেলায় নতুন তিনটি ইস্পাত নির্ভর কারখানা তৈরি হলে এই এলাকায় কর্মসংস্থানের নয়া জোয়ার দেখা দেবে বলে সব মহলের আশা।

Latest article