মর্মান্তিক দুর্ঘটনা!
ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাংলার শ্রমিকদের। মুম্বইয়ে নির্মীয়মান বহুতলে কাজ করার সময় মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের ৩ শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৪ জন।
আরও পড়ুন : কেষ্টপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যরাতেই ছুটে গেলেন দমকল মন্ত্রী
মৃতদের নাম তারক মণ্ডল (৩৫), অভিনাথ দাস (৩২), চিন্ময় কোনাই (৩০)। লক্ষণ মণ্ডল নামে অপর এক পরিযায়ী শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁরা সকলেই মুর্শিদাবাদের কান্দি মহকুমার বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃত্যুর খবর পাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েছেন পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যরা।
প্রবল বৃষ্টিতে হঠাৎই ধসে পড়ে বহুতলের একাংশ। তখনই বহুতল থেকে নীচে পড়ে যান ওই শ্রমিকরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। তাঁদের মধ্যে তিনজন এ রাজ্যের বাসিন্দা। বাকি দুজন কর্নাটকের বাসিন্দা।
আরও পড়ুন : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য, বাংলায় একটি টিকাও নষ্ট হয়নি
মুম্বইয়ের লোয়ার প্যারেল এলাকার হনুমান গলিতে থাকতেন এই পরিযায়ী শ্রমিকরা। ওই এলাকাতেই একটি বহুতল নির্মাণের কাজ চলছিল। সেখানে কাজ করছিলেন ৯ শ্রমিক।