কেষ্টপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যরাতেই ছুটে গেলেন দমকল মন্ত্রী

Must read

ফের শহরের বুকে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুনের গ্রাসে কলকাতা একটি গোটা বস্তি এলাকা। আজ, রবিবার ভোররাতে কেষ্টপুরের শতরূপা পল্লীর প্রায় ৫০ টি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে। জানা যাচ্ছে, একের পর এক গ্যাস সিলিন্ডার ফেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে হতাহতের খবর নেই।

আরও পড়ুন : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য, বাংলায় একটি টিকাও নষ্ট হয়নি

দমকলের প্রায় ১৫টি ইঞ্জিনের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আনা হয় অত্যাধুনিক রোবট। সেই রোবটের সাহায্যেই জল দেওয়া হয়। জানা গেছে, রাত ২টো নাগাদ আগুন লাগে। এই ঘটনায় আহত হয়েছেন দমকলের ২ কর্মী। পাশাপাশি বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: বাংলা জয়ের পর প্রথম দিল্লি সফরে নেত্রী

খবর পেয়ে মাঝরাতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, ”রাত ২ টোর সময় আগুন লাগে। তখনই এখান থেকে ফোন যায় আমার কাছে। দমকল ও পুলিশকে জানানো হয়। এখানে অনেক গরিব মানুষের দোকান ছিল। সেগুলি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দোকানের তালিকা ধরে ধরে দেখা হবে। প্রয়োজনে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তবে স্বস্তির খবর, কোনও মানুষ আটকে পড়েননি”।

Latest article