কুয়োয় পড়ে গেল ৩ বছরের শিশু, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে এনডিআরএফ

খবর পেয়ে উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও দমকল বাহিনী। সমস্যা হল, বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটি উদ্ধার হয়নি।

Must read

রবিবার দুপুরে বিহারের (Bihar) নালন্দা জেলার কুল গ্রামে মাঠে খেলার সময় ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় ৩ বছরের শিশু। খবর পেয়ে উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও দমকল বাহিনী। সমস্যা হল, বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটি উদ্ধার হয়নি। অবশেষে শিশুটিকে উদ্ধার করতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) নেমেছে।

আরও পড়ুন-সঙ্কটে মণিপুরের আইনশৃঙ্খলা, ১৮ বছর বয়সী গণধর্ষণের শিকার, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস

৩ বছর বয়সী শিশু শিবম নালন্দা জেলার কুল গ্রামের বাসিন্দা। মাঠে খেলতে-খেলতে ৪০ ফুট গভীর একটি কুয়োয় পড়ে গিয়েছে। শিশুটি বেঁচে রয়েছে তবে শ্বাস নেওয়ার সমস্যা হতে পারে তাই জেসিবি মেশিন দিয়ে কুয়োর ভিতর অক্সিজেন পাঠানো হচ্ছে।

আরও পড়ুন-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ভুট্টাচাষ, মাথায় হাত চাষিদের

শিবমের মা এই বিষয়ে জানান, এদিন তিনি মাঠে কৃষিকাজ করতে গিয়েছিলেন। শিবম তাঁর সঙ্গে ছিল। খেলার সময় হঠাৎ পা স্লিপ করে ওই মাঠে থাকা খোলা মুখ গভীর কুয়োর ভিতর পড়ে যায়। তারপর গ্রামবাসীরা পুলিশকে খবর দেন এবং পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।

আরও পড়ুন-বেঙ্গালুরুতে অনলাইন অ্যাপ বাইকে যৌন হেনস্থার শিকার যুবতী

পুলিশের এক আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন, স্থানীয় এক কৃষক চাষের কাজের জন্য মাঠের মাঝে কুয়োটি খনন করেছিলেন। তারপর তিনি কুয়োটির মুখ বন্ধ করেননি। ইতিমধ্যে মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং কুয়োর ভিতর অক্সিজেন পাঠানো হচ্ছে । শিশুটিকে উদ্ধার করতে সবরকম প্রচেষ্টা চলছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নেমেছে।

Latest article