সংবাদদাতা, জলপাইগুড়ি : বানারহাটের (banarhat) মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৩০ বেডের হাসপাতাল করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বানারহাটের (banarhat) সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল এই এলাকার প্রচুর মানুষ। বানারহাট, চামুর্চি, কলাবাড়ি-সহ এই এলাকার বেশকিছু চা-বাগানের মানুষও এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকার কারণে রোগীকে নিয়ে যেতে হয় ধূপগুড়ি অথবা বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল। কোনও মুমূর্ষু রোগী এলে তাদেরকেও একই ভাবে ছুটতে হয়। অনেক ক্ষেত্রে রোগীদের মৃত্যুও হয়। সেই বিষয়টি মাথায় রেখেই তার এই সিন্ধান্ত। এই ঘোষণার পর গোটা সভা হাততালি দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। শুধু বেড বাড়ানোই নয়, এই স্বাস্থ্য কেন্দ্রটির আধুনিকীকরণও করা হবে জানান তিনি।