ড্র করে বিদায় ডায়মন্ড হারবারের

কিবুকে বর্ণবিদ্বেষী মন্তব্য, ফেডারেশনকে কড়া চিঠি। ডায়মন্ড হারবার ২ বেঙ্গালুরু ২

Must read

প্রতিবেদন : নাটকীয় ম্যাচে দু’গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া ডায়মন্ড হারবার এফসি-র (DHFC)। স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ ২-২ ড্র করে আই লিগের তৃতীয় ডিভিশন থেকে বিদায় নিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। দুটো দলই জয়ের হ্যাটট্রিক করে এই ম্যাচে মুখোমুখি হয়েছিল। দুই দল ৯ পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে ডায়মন্ড হারবারকে (DHFC) পিছনে ফেলে তৃতীয় ডিভিশন আই লিগের চূড়ান্ত রাউন্ডে বেঙ্গালুরু। দুর্ভাগ্য ডায়মন্ড হারবারের। অন্য গ্রুপে ৮ পয়েন্ট নিয়েও যখন গ্রুপ শীর্ষে থাকা দল পরের রাউন্ডে গেল, তখন সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়েও ছিটকে যেতে হল কিবু ভিকুনার দলকে।
ম্যাচের পর স্থানীয় দল তুমুল ঝামেলা শুরু করে। ডায়মন্ড হারবারের ফুটবলারদের উপর চড়াও হন বেঙ্গালুরুর কোচ, ফুটবলার ও ম্যানেজমেন্ট কর্তারাও। কোচ কিবু ও ডায়মন্ড হারবার ফুটবলারদের সঙ্গে দুর্ব্যবহার করেন তাঁরা। কিবুর বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্যও করা হয়। রাতেই ফেডারেশনকে চিঠি দিয়েছে অভিষেকের ক্লাব। চিঠিতে লেখা হয়েছে, প্রাক্তন ফিফা রেফারি কে শঙ্করের অ্যাক্রেডিটেশন না থাকা সত্ত্বেও মাঠে ঢুকে ডায়মন্ড হারবারের কোচকে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়েছে। বেঙ্গালুরু টিমের কয়েকজন রেজিস্ট্রেশনহীন ম্যাচ অফিশিয়াল নিয়ম ভেঙে ম্যাচের স্বচ্ছতা ও অখণ্ডতা নষ্ট করেছে। ম্যাচের পর বিপক্ষ দলের তরফে মারাত্মক কিছু হুমকি ও আচরণ আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত করেছে। প্রোটোকল ভেঙে ম্যাচের আগেই ডায়মন্ড হারবারের জন্য নির্দিষ্ট ড্রেসিংরুম দখল করে নেয় বেঙ্গালুরু। প্রশ্ন তোলা হয়েছে, আয়োজক সংস্থার প্রতিনিধি হয়েও কীভাবে কর্নাটক ক্রিকেট সংস্থার এক কর্তা বেঙ্গালুরু দলের ডাগ আউটে বসতে পারেন?
ম্যাচের রাশ এদিন শুরু থেকেই ডায়মন্ড হারবারের হাতে ছিল। সহজেই জেতা উচিত ছিল ম্যাচ। কিন্তু গোলের লকগেট খুলতে ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ডায়মন্ড হারবারকে। কার্লোস চালামের গোলে এগিয়ে যায় তারা। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করে কিবুর দল। প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করে ২-০ করেন তুহিন শিকদার। সরাসরি জিতলেই লিগের চূড়ান্ত পর্ব নিশ্চিত ছিল। কিন্তু সব এলোমেলো হয়ে যায় দ্বিতীয়ার্ধে। ৬১ মিনিটে প্রতিআক্রমণ থেকে একটি গোল শোধ করে বেঙ্গালুরু। বরং ৮১ মিনিটে সাইবরলাং খরপনের গোল করে ম্যাচে সমতা ফেরায় বেঙ্গালুরু। রেফারিং নিয়ে সরাসরি অভিযোগ না জানালেও ডায়মন্ড হারবার শিবিরে অসন্তোষ রয়েছে। ডায়মন্ড হারবারের গোলকিপার সুস্নাত মালিককে অন্যায়ভাবে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়েছে।

আরও পড়ুন- ফৌজদারি আইন পুনর্গঠন বিল প্রত্যাহার কেন্দ্রের

Latest article