উদ্বোধনের অপেক্ষায় ৩০ কোটির সংশোধনাগার

এই সংশোধনাগার তৈরির জন্য বরাদ্দ হয়েছে ৩০ কোটি টাকা। ৩০০ জন বন্দির থাকার পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে এই মহকুমা সংশোধনাগারে।

Must read

সংবাদদাতা, মালদহ : উদ্বোধনের অপেক্ষায় জেলার দ্বিতীয় সংশোধনাগার। রাজ্য সরকারের উদ্যোগে চাঁচল মহকুমা আদালতের পেছনে ৫ একর সরকারি জমির উপর গড়ে উঠছে সংশোধনাগারটি। এই সংশোধনাগার তৈরির জন্য বরাদ্দ হয়েছে ৩০ কোটি টাকা। ৩০০ জন বন্দির থাকার পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে এই মহকুমা সংশোধনাগারে।

আরও পড়ুন-ইংল্যান্ডের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া মেয়েদের জুনিয়র বিশ্বকাপ

কদলার মাঠে সংশোধনাগারটি গড়ে উঠছে। সংশোধনাগারের ৭০ শতাংশ কাজ প্রায় শেষ। সামান্য কিছু কাজ বাকি রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই সংশোধনাগার চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সংশোধনাগার সরেজমিনে পরিদর্শন করেন বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। কাজ কীভাবে এগোচ্ছে তা খতিয়ে দেখেন তিনি। বিধায়ক বলেন, ‘‘অনেকদিন আগে সংশোধনাগার নির্মাণের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটা পিছিয়ে যায়। এখন জোরকদমে চলছে নির্মাণ কাজ। আশা করা শীঘ্রই উদ্বোধন হবে চাঁচল মহকুমা সংশোধনাগার।’’

আরও পড়ুন-৯৫ বছরের বৃদ্ধার সফল হার্টের অস্ত্রোপচার

চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় জানান, দ্রুতগতিতে চলছে চাঁচল মহকুমা সংশোধনাগার নির্মাণের কাজ। বর্তমানে জেলার একমাত্র সংশোধনাগার রয়েছে মালদহ শহরে৷ ফলে সেখান থেকে চাঁচল মহকুমা আদালতে অভিযুক্তদের আনতে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় কারা বিভাগ ও পুলিশকর্মীদের৷ প্রায় ৭৫ কিলোমিটার দূরত্ব। এই সংশোধনাগারটি তৈরি হলে সমস্যা মিটবে।’’

Latest article