থাইল্যান্ডে চাকরি দেওয়ার নামে মায়ানমারে পাচার ৩০০ ভারতীয়

Must read

প্রতিবেদন : থাইল্যান্ডে (Thailand- India) লাভজনক চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভারত থেকে প্রায় ৩০০ জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে অবৈধভাবে মায়ানমারে পাচার করা হয়েছে। ভারত থেকে থাইল্যান্ডে (Thailand- India) পৌঁছনোর পর তাঁদের দক্ষিণ-পূর্ব মায়ানমারের মায়াওয়াদ্দিতে পাচার করা হয়। সেখানে তাঁদের সাইবার অপরাধমূলক কাজকর্ম করতে বাধ্য করা হচ্ছে। থাইল্যান্ডে ভাল চাকরির প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়ে তাঁদের বন্দি করা হয়। এখন তাঁদের ভয় দেখিয়ে সাইবার ক্রাইম করতে বাধ্য করা হচ্ছে। কেউ অপরাধমূলক কাজ করতে অস্বীকার করলে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করা হচ্ছে। গত শনিবার বন্দি থাকা কয়েকজনের সঙ্গে বাড়ির লোকজন যোগাযোগ করতে পারেন। সে সময়ই বিষয়টি জানা গিয়েছে। অতুল নামে আটকে থাকা একজন জানিয়েছেন, তাঁর কিছু সহকর্মী থাইল্যান্ডে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তবে আইনি বাধার কারণে তাঁরা ভারতে ফিরতে পারেননি। দেশে ফেরার একমাত্র উপায় হল পাচারকারীদের দাবি অনুযায়ী টাকা পরিশোধ করা।

আরও পড়ুন-পরমাণু হামলা চালাতে পিছপা হব না : পুতিন

Latest article