অনির্বাণ কর্মকার দুর্গাপুর: প্রায় ৩০০ বছর ধরে প্রাচীন রীতি মেনেই আজও পূজিত হন লাউদোহার ঘটকবাড়ির দুর্গাপ্রতিমা। এই বাড়ির পুজোর ট্রাস্টের বর্তমান সম্পাদক অশোককুমার ঘটক বলেন, এই পরিবারের আদি পুরুষ ক্ষুদিরাম ঘটক প্রায় ৩০০ বছর আগে পুজোর শুরু করেন। পরগনাসার বা জাইগিরিদার হিসাবে নবাব আলিবর্দির সময় এই গ্রামে আসে এই পরিবার। ক্ষুদিরাম ঘটকের তিন পুত্র রামদুর্লভ, রামযাদব ও রামবল্লভ। বর্তমানে তাঁদের বংশধররাই পুজো চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন-আজ আসছে পাকিস্তান, ভারত-পাক ম্যাচের দিকে তাকিয়ে বাবর
ঘটকদের কন্যাসন্তান হিসাবে চট্টোপাধ্যায় পরিবার পুজোর শরিকানা লাভ করেছে। আগে একচালার প্রতিমা হত। বর্তমানে তা তিন চালায় পরিণত হয়েছে। পুজোর তিনদিন মায়ের প্রসাদস্বরূপ ভোগ খাওয়ানোর প্রথা চলে আসছে বহু পুরুষ ধরে। আগে অষ্টমী ও নবমীর দিন বসত নাচের আসর। দশমীর দিন হত লাঠি খেলা। পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেসব প্রথা বাদ হয়ে গেলেও আজও চালকুমড়ো ও ছাগবলির প্রথা চালু আছে এই পুজোয়। দুর্গাপুজোর ক’দিন ঘটক পরিবারের সমস্ত আত্মীয়-পরিজন এক জায়গায় জড়ো হন। মহামিলনের আনন্দে মেতে ওঠেন পরিবারের সমস্ত সদস্য।