আজ আসছে পাকিস্তান, ভারত-পাক ম্যাচের দিকে তাকিয়ে বাবর

ভারতে আসার আগে পাক দল যে এখানকার উইকেট ও পরিবেশ নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক করেছে, তা এদিন বারবের কথায় স্পষ্ট হয়েছে।

Must read

লাহোর, ২৬ সেপ্টেম্বর : দুবাই হয়ে আজ বুধবার ভারতে আসছে পাকিস্তান ক্রিকেট দল। তারা সোজা হায়দরাবাদে পা রাখবে, যেহেতু সেখানে ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর তাদের দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে।
দেশ ছাড়ার আগে পাক দলের অধিনায়ক বাবর আজম সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। পাক অধিনায়কের এটাই প্রথম ভারত সফর। তিনি বলেন, আমি আমেদাবাদে বিশ্বের সবথেকে বড় স্টেডিয়ামে খেলার জন্য মুখিয়ে রয়েছি। ওখানে ভরা মাঠে ভারত-পাকিস্তান খেলা হবে। এই ম্যাচ নিয়ে প্রাক্তনদের সঙ্গে কথা বলেছি। ওখানে সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।

আরও পড়ুন-সাপের কামড়! আতঙ্ক নয়

একইসঙ্গে বাবর এটাও জানিয়েছেন যে, তিনি নিজের ফর্ম নিয়ে একেবারেই বিচলিত নন। তিনি দলের প্রয়োজন মতো খেলবেন। পাকিস্তানের বিশ্বকাপ দলের মাত্র দু’জন সদস্য এর আগে ২০১৬-তে টি ২০ বিশ্বকাপে ভারতে খেলে গিয়েছেন। এঁরা হলেন মহম্মদ নওয়াজ ও সলমন আলি আগা। বাবর এদিন এশিয়া কাপের ব্যার্থতা নিয়ে বলেন, আমরা ভাল খেলতে পারিনি। কিন্তু হার থেকে শিক্ষা নিয়েছি। আর দল হিসাবে আমাদের মনোবল খুব ভাল জায়গায় রয়েছে। আমরা সেরাটা দেওয়ারই চেষ্টা করব।

আরও পড়ুন-দিনের কবিতা

এদিকে, এশিয়া কাপে হারের পর তাঁর ও শাহিন আফ্রিদির মধ্যে গন্ডগোলের যে খবর ছড়িয়েছে, তা নিয়ে বাবরের বক্তব্য হল, দলে সবাই আমাকে শ্রদ্ধা করে। তবে ম্যাচ হারলে টিম মিটিংয়ে মতানৈক্য দেখা দিতেই পারে। কিন্তু কোনও লড়াই হয়নি। আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা রয়েছে। সেটাই থাকবে।

আরও পড়ুন-লক্ষ্য বিজিবিএস, সফরের লগ্নিচুক্তি রূপায়ণে কাজ শুরু

ভারতে আসার আগে পাক দল যে এখানকার উইকেট ও পরিবেশ নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক করেছে, তা এদিন বারবের কথায় স্পষ্ট হয়েছে। তিনি বলেন, আমরা ভারতীয় পরিবেশ নিয়ে অনেক খোঁজ খবর করেছি। তাতে একটা জিনিস বুঝেছি যে, উপমহাদেশের বাকি দেশগুলির মতোই উইকেট ও কন্ডিশন দেখতে পাব। সুতারং এতে মানিয়ে নিতে আমাদের অসুবিধা হবে না।

Latest article