২৪ ঘন্টায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, ১৫ জন শিশু, ক্ষোভ অভিষেকের

সোমবার শঙ্কররাও চ্যাভান সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, ওষুধের ঘাটতির কারণে এই মৃত্যু হয়েছে।

Must read

মহারাষ্ট্রের (Maharashtra) নান্দেড জেলার একটি সরকারি হাসপাতালে (Government Hospital) আরও সাতজনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জন। শেষ পাওয়া খবর অনুযায়ী হাসপাতালে মারা যাওয়া রোগীদের মধ্যে ১৫ জন শিশু এবং ১৬ জন প্রাপ্তবয়স্ক রয়েছে। মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চ্যাবন।

আরও পড়ুন-বিমান দুর্ঘটনায় প্রয়াত ভারতীয় ধনকুবের হরপল রান্ধাওয়া ও তাঁর পুত্র

সোমবার শঙ্কররাও চ্যাভান সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, ওষুধের ঘাটতির কারণে এই মৃত্যু হয়েছে। হাসপাতালের ডিন জানান, মারা যাওয়া ১২ শিশুর মধ্যে ছয় মেয়ে ও ছয় ছেলে রয়েছে। তিনি আরও জানান, যে বারোজন প্রাপ্তবয়স্ক মারা গেছেন তারা সাপের কামড়সহ বিভিন্ন রোগের কারণে মারা গেছেন।

আরও পড়ুন-কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মহারাষ্ট্র মন্ত্রিসভা আজ একটি বৈঠকে নান্দেড হাসপাতালের মৃত্যুর বিষয়ে আলোচনা করবে। মহারাষ্ট্র সরকারের এক আধিকারিক জানিয়েছেন, মন্ত্রিসভা এই ঘটনার তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিতে পারে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজের এক্স হ্যান্ডেলে খবরটি তুলে ধরে লেখেন, ‘ডবল ইঞ্জিন সরকারের জ্বলন্ত উদাহরণ।’

 

Latest article