বাংলাদেশের জেল থেকে মুক্তি ৩১ মৎস্যজীবীর

ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ঘাটে ফেরার জন্য রওনা দিয়েছে দুটি ট্রলার। বুধবার সকালে কাকদ্বীপ ঘাটে পৌঁছনোর কথা।

Must read

সংবাদদাতা, কাকদ্বীপ : বাংলাদেশের জেলে বন্দি আরও ৩১ জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিল সে দেশের সরকার। গত ২ সেপ্টেম্বর কাকদ্বীপের দুটি ট্রলার এফবি মঙ্গলচণ্ডী-‌৪ ও এফবি মঙ্গলচণ্ডী-‌২৫ ইলিশ ধরার সময় ভুল করে বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ে। বাংলাদেশের বাগেরহাট থানার পুলিশ দুটি ট্রলার-সহ ৩১ জন মৎস্যজীবীকে গ্রেফতার করে।

আরও পড়ুন-টাকা আটকে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে বিজেপি, পঞ্চায়েতের বকেয়া মেটানোর দাবি

রাজ্য সরকার ওদের ছাড়িয়ে আনার ব্যাপারে বিশেষ উদ্যোগ নেয়। কেন্দ্রের কাছে বারবার দরবার করে। তারই জেরে অবশেষে গত সোমবার বাংলাদেশের আদালত থেকে মুক্তি পান মৎস্যজীবীরা। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ঘাটে ফেরার জন্য রওনা দিয়েছে দুটি ট্রলার। বুধবার সকালে কাকদ্বীপ ঘাটে পৌঁছনোর কথা। মুক্তিপ্রাপ্ত মৎস্যজীবীরা কাকদ্বীপের বাসিন্দা। গত সপ্তাহে আরও ১৩৫ জন মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে বাংলাদেশ। চলতি বছরে একাধিক ভারতীয় ট্রলার জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ায় বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে আটক হয়। পরে পুলিশ গ্রেফতার করে। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন বাংলাদেশ জলসীমানা অতিক্রম না করার জন্য বিভিন্ন জেলার মৎস্যজীবী ইউনিয়নকে কড়া বার্তা দিয়েছে।

Latest article