নিয়োগ করা হবে কলকাতা পুলিশের দুই নতুন থানায় ৩১৪টি পদের

অনুমোদন দিল রাজ্য

Must read

প্রতিবেদন : দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পুলিশ জেলার অধীনে থাকা নরেন্দ্রপুর থানাকে ভেঙে নতুন আরও ২টি থানা তৈরি করা হচ্ছে। নরেন্দ্রপুর থানা আগের মতোই বারুইপুর পুলিশ জেলাতেই থাকবে। নতুন করে তৈরি হতে চলা খেয়াদহ এবং আটঘরা থানা দুটি কলকাতা পুলিশের অধীনে চলে আসবে। এই দুটি থানার (Police station) জন্য ১৫৭টি করে মোট ৩১৪টি পদের অনুমোদন দিল রাজ্য। এই মর্মে সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।

আরও পড়ুন: বাংলার মেয়েরাই প্রতিবাদ জানাতে অগ্রণী ভূমিকায়

নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, নতুন দুটি থানার জন্য ২ জন করে মোট ৪ জন ইন্সপেক্টর, ১০ জন করে মোট ২০ জন সাব ইন্সপেক্টর, ৪ জন করে মোট ৮ জন মহিলা সাব ইন্সপেক্টর, ২ জন করে মোট ৪ জন সার্জেন্ট, ১২ জন করে মোট ২৪ জন এএসআই, ৩ জন করে মোট ৬ জন মহিলা এএসআই, ৮০ জন করে মোট ১৬০ জন কনস্টেবল, ৩০ জন করে মোট ৬০ জন মহিলা কনস্টেবল, ১২ জন করে মোট ২৪ জন ড্রাইভার, ১ জন করে মোট ২ জন ইউডিএ এবং সমসংখ্যক এলডিএ নিয়োগ করা হবে। এছাড়া ২৪ জন ড্রাইভারও নেওয়া হবে চুক্তির ভিত্তিতে। তাঁদের মাসিক বেতন হবে ১৩,৫০০ টাকা।

বছরের শুরুতেই দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় ও কাশীপুর থানাকে কলকাতা পুলিশের আওতায় এনে নতুন ডিভিশন গঠন করা হয়। বর্তমানে ওই ডিভিশনে ভাঙড় ও কাশীপুর ভেঙে তৈরি হওয়া মোট ৪টি থানা (Police station) রয়েছে। এই থানাগুলি হল ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট এবং চন্দনেশ্বর। আগামী দিনে এই ডিভিশনে আরও ৪টি নতুন থানা হবে। ৪টি প্রস্তাবিত থানা হল হাতিশালা, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর ও বোদরা। নরেন্দ্রপুর থানা ভেঙে খেয়াদহ ও আটঘরা থানা ভাঙড় ডিভিশনে এলে তা বেড়ে ১০ হতে চলেছে।

Latest article