বিশাখাপত্তনম বন্দরে আগুনে ভস্মীভূত ৩৫টি মাছ ধরার নৌকা, কয়েক কোটির ক্ষতি আশঙ্কা

Must read

রাতে হঠাৎ বিস্ফোরণের আওয়াজের পরেই দাউদাউ করে আগুন জ্বলতে থাকে নৌকাগুলোতে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম (Visakhapatnam) বন্দরে কমপক্ষে ৩৫টি মাছ ধরার নৌকা ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। মৎস্যজীবীদের প্রাথমিক অনুমান, অন্তত ৩০ কোটি টাকা ক্ষতি হয়ে গিয়েছে এই অগ্নিকাণ্ডে।

পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ বিশাখাপত্তনম বন্দরে আচমকাই আগুন লাগে। নৌকায় থাকা জ্বালানি ট্যাঙ্ক ও সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন আরও ভয়াবহ আকার নেয়। তবে রাতভর আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালায় বিশাল দমকল বাহিনী। বন্দরের আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়। পরে দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

আরও পড়ুন- এসকেপ রুট বানায়নি সংস্থা, তার খেসারত দিচ্ছেন শ্রমিকরা

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে (Visakhapatnam) ওই বন্দরের একটি নৌকায় পার্টি চলছিল। সেখানেই প্রথম আগুন লেগে যায়। পাশে নোঙর করা বাকি নৌকাগুলিতেও নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লেগে নৌকার জ্বালানি ট্যাঙ্ক থেকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণও হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে মৎসজীবীদের সন্দেহ, অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই কেউ নৌকাগুলিতে আগুন লাগিয়ে দিয়েছে। নাহলে একটি নৌকা থেকে আগুন এতটা ছড়িয়ে পড়তে পারে না।

Latest article