প্রতিবেদন : যাত্রীদের বেকায়দায় ফেলে নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা আগে উড়ে গেল অমৃতসর থেকে সিঙ্গাপুরগামী (Amritsar-Singapore flight) একটি বিমান। এই আকস্মিক ঘটনায় ৩৫ জন যাত্রী বিমানেই উঠতে পারেননি। ক্ষুব্ধ যাত্রীরা অমৃতসর (Amritsar-Singapore flight) বিমানবন্দরে চিৎকার চেঁচামেচি শুরু করেন। যাত্রীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। বুধবার ফ্লাইস্কুট এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী বিমানটির অমৃতসর থেকে উড়ানের সময় ছিল সন্ধে ৭টা ৫৫ মিনিট। কিন্তু সেটি দুপুর ৩টে নাগাদ উড়ে যায়। এর ফলেই ৩৫ জন যাত্রী বিমান উঠতে পারেননি। প্রশ্ন উঠছে, এভাবে পাঁচ ঘণ্টা আগে বিমানটি রওনা দিল কেন? ডিজিসিএ-র প্রশ্নের জবাবে বিমান সংস্থা জানায়, উড়ানের সময় পরিবর্তনের কথা ই-মেল মারফত যাত্রীদের জানানো হয়েছিল। তাঁরা তা না দেখাতেই বিপত্তি।
আরও পড়ুন-মোদি সরকারের আপত্তি খারিজ, সমকামী সৌরভ কৃপাল বিচারপতি পদে যোগ্য