মোদি সরকারের আপত্তি খারিজ, সমকামী সৌরভ কৃপাল বিচারপতি পদে যোগ্য

প্রকাশ্যে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Must read

প্রতিবেদন : কেন্দ্রের আপত্তি উড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রবীণ আইনজীবী সৌরভ কৃপালকে (Supreme Court- Saurabh Kirpal) বিচারপতি পদে নিয়োগের তীব্র আপত্তি জানিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রের আপত্তির কারণ ছিল, সৌরভ একজন ঘোষিত সমকামী। তাছাড়াও সৌরভের সঙ্গী হচ্ছেন সুইডেনের নাগরিক। কিন্তু কেন্দ্রের এই দুই আপত্তি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। সৌরভ কৃপালকে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করার প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এ প্রসঙ্গে কলেজিয়াম বলেছে, একজন স্বাভাবিক মানুষকে সংবিধান যে ধরনের অধিকার দিয়েছে সেই একই অধিকার দিয়েছে একজন সমকামীকেও। তাছাড়া সুপ্রিম কোর্টের নিয়োগ নির্দেশিকায় কোথাও বলা নেই একজন সমকামীকে বিচারপতি হিসেবে নিয়োগ করা যাবে না। সৌরভ একজন যোগ্য ব্যক্তি। তাঁকে দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ করা হলে আদালতের গরিমা বাড়বে। কলেজিয়ামের এই মন্তব্যের ফলে দিল্লি হাইকোর্টের বিচারপতির আসনে বসতে পারেন একজন সমকামী আইনজীবী। শেষ পর্যন্ত যদি কলেজিয়ামের এই নির্দেশ বাস্তবায়িত হয়, তবে দেশের বিচারবিভাগে এক নতুন ইতিহাস তৈরি হবে। একই সঙ্গে শেখর সুন্দরেশানকে বোম্বে হাইকোর্ট এবং আর জন সান্থানকে মাদ্রজ হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। প্রবীণ আইনজীবী সৌরভের নাম দ্বিতীয়বার সুপারিশ করল কলেজিয়াম। ফলত কেন্দ্র কলেজিয়ামের এই সিদ্ধান্ত মানতে বাধ্য। গত নভেম্বরে কলেজিয়াম যে সমস্ত নাম বিচারপতি পদে নিয়োগের জন্য নাম সুপারিশ করেছিল তা খারিজ করে দিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। ওই তালিকায় সৌরভের নামও ছিল। তবে সৌরভের নাম কেন্দ্র কেন বাদ দিয়েছিল তা প্রকাশ্যে জানানো হয়নি। কিন্তু বৃহস্পতিবার সৌরভের নামে কেন্দ্রের কেন আপত্তি, সে বিষয়টি এবার সুপ্রিম কোর্টই স্পষ্ট করে দিল। পাশাপাশি কেন্দ্রের আপত্তিও সরাসরি খারিজ করল শীর্ষ আদালত৷ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও কলেজিয়ামের অপর দুই সদস্য বিচারপতি সঞ্জয় কিসান কাউল ও বিচারপতি কে এম জোসেফ স্পষ্ট জানিয়েছেন, বহু সরকারি আধিকারিক আছেন যাঁদের স্ত্রী বিদেশি নাগরিক। তাই তাঁদের চাকরি করতে যদি কোনও অসুবিধা না থেকে থাকে, সেক্ষেত্রে সৌরভকে (Supreme Court- Saurabh Kirpal) বিচারপতি নিয়োগে আপত্তি জানানো যায় না। বরং সৌরভ সৎভাবেই নিজের চরিত্রের কথা প্রকাশ করেছেন। যা অবশ্যই কৃতিত্বের৷

আরও পড়ুন-চিন নয়, বিশ্বের জনবহুল দেশ ভারত : রিপোর্ট

Latest article