ক্যানসারের প্রকোপ

Must read

ক্যানসারের (Cancer- India) মতো মারণ রোগ সুনামির মতো আছড়ে পড়তে চলেছে ভারতে। এমনই সতর্কবার্তা দিলেন, আমেরিকার ওহায়ো শহরের ক্লেভল্যান্ড ক্লিনিকের হেমাটোলজি ও মেডিক্যাল অঙ্কোলজি বিভাগের চেয়ারম্যান, ডক্টর জেম অ্যাব্রাহাম। এই বিশেষজ্ঞ জানিয়েছেন, বিশ্বায়ন, অর্থনৈতিক বৃদ্ধি, লাইফস্টাইলের বদলের কারণেই এটা হতে চলেছে। প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের সাহায্যে এই বিপদ রুখতে হবে। গ্লোবকোন নামে এক মার্কিন সংস্থার সমীক্ষা বলছে, ২০৪০ সালে ভারতে ক্যানসার (Cancer- India) আক্রান্তের সংখ্যা হবে ২ কোটি ৮৪ লক্ষ। সংখ্যাটা ২০২০ সালের তুলনায় ৪৭ শতাংশ বেশি। মহিলাদের স্তন ক্যানসার উদ্বেগজনক হারে বাড়ছে। এতদিন ফুসফুসের ক্যানসারে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হত। সেই ফুসফুসের ক্যানসারকেও ছাপিয়ে গেছে স্তন ক্যানসার।

আরও পড়ুন-পাকিস্তানে আসতে ভয় পাচ্ছে কোচেরা, বিস্ফোরক আক্রম

Latest article