আয় কমেছে, ফের কর্মী–ছাঁটাইয়ের পথে ট্যুইটার

Must read

প্রতিবেদন : নতুন বছরও কোনও সুখবর বয়ে আনতে পারল না ট্যুইটারের (Twitter Layoffs) কর্মীদের জন্য। বরং আবারও খারাপ খবর রয়েছে সংস্থার কর্মীদের জন্য। জানা গিয়েছে, আগামী সপ্তাহেই ট্যুইটারে আরও কর্মী ছাঁটাই হতে চলেছে। সূত্রের খবর, এবার কমপক্ষে ৫০ জন কর্মী চাকরি হারাতে চলেছেন। গত মাসেই সংস্থার সিইও এলন মাস্ক ঘোষণা করেছিলেন, ট্যুইটারে আর কর্মী ছাঁটাই করা হবে না। কিন্তু সেই ঘোষণার কয়েকদিনের মধ্যেই জানা গেল, আবারও কর্মী ছাঁটাই হতে চলেছে ট্যুইটারে। এবার ছাঁটাই হলে, সংস্থায় মোট কর্মীর সংখ্যা ২ হাজারের নিচে নেমে আসবে। ২০২২-এর এপ্রিলে ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে ট্যুইটার কেনেন টেসলা কর্তা মাস্ক। অক্টোবর মাসে সংস্থার মালিকানা গ্রহণের পরই কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন তিনি। প্রথম দফায় এক ধাক্কায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হয়। এরপরও ছাঁটাই প্রক্রিয়া থেমে থাকেনি। দফায় দফায় কর্মী ছাঁটাই চলতেই থাকে।

আরও পড়ুন-ক্যানসারের প্রকোপ

২০২২-এর মাঝামাঝি সময়েও ট্যুইটারের (Twitter Layoffs) মোট কর্মীর সংস্থা ছিল ৭৫০০। চলতি বছরের শুরুতে কমে দাঁড়িয়েছে ২০০০-এ। মাস দেড়েক আগে মাস্ক জানিয়েছিলেন, কর্মীদের চিন্তার কোনও কারণ নেই। সংস্থায় আর কর্মী ছাঁটাই করা হবে না। কিন্তু সেই ঘোষণার কিছুদিনের মধ্যেই ফের ট্যুইটার থেকে কর্মী ছাঁটাইয়ের খবর জানা গেল। আরও ৫০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হলেও কোন বিভাগ থেকে ছাঁটাই করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। উল্লেখ্য, মালিকানা বদলের পরই চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ট্যুইটার। এক ধাক্কায় সংস্থার আয় ৩৫ শতাংশ কমে গিয়েছে। আর্থিক পরিস্থিতি সামাল দিতেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাস্কের।

Latest article