চিন নয়, বিশ্বের জনবহুল দেশ ভারত : রিপোর্ট

Must read

প্রতিবেদন : জিনপিং সরকার কয়েকদিন আগেই দেশের মোট জনসংখ্যা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, ২০২২ সালের শেষে চিনের (China- India) মোট জনসংখ্যা ছিল ১৪১ কোটি ১৭ লক্ষ ৫০ হাজার। একইসঙ্গে বেজিংয়ের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্স জানিয়েছে, ছয় দশকে এই প্রথম সেদেশে জনসংখ্যায় পতন ঘটেছে। চিনের জনসংখ্যার এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, জনসংখ্যার নিরিখে ভারত কি চিনকে ছাপিয়ে গিয়েছে?
ব্লুমবার্গের রিপোর্ট দেখে মনে করা হচ্ছে, ভারতের জনসংখ্যা ইতিমধ্যেই চিনের জনসংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। অর্থাৎ চিন নয়, এখন বিশ্বের সবথেকে জনবহুল দেশ হল ভারত। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী, ২০২২ সালের শেষে ভারতের মোট জনসংখ্যা ১৪১ কোটি ৭০ লাখ। তুলনায় ২০২২ সালের শেষে চিনের জনসংখ্যা ১৪১ কোটি ২০ লাখের কাছাকাছি। অর্থাৎ, চিনের থেকে ভারতের জনসংখ্যা ৫০ লাখ বেশি। স্বাভাবিকভাবেই জনসংখ্যার নিরিখে বেজিংকে ছাপিয়ে গিয়েছে নয়াদিল্লি। এই ফারাক আরও বাড়বে৷

আরও পড়ুন-বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, যন্তর মন্তরে ধর্নায় অলিম্পিক পদকজয়ীরা

Latest article