বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, যন্তর মন্তরে ধর্নায় অলিম্পিক পদকজয়ীরা

রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট তথা কায়সারগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ

Must read

নয়াদিল্লি, ১৮ জানুয়ারি : রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট তথা কায়সারগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ! যার জেরে দিল্লির যন্তর মন্তরে বুধবার ধর্নায় বসেন অলিম্পিকে পদকজয়ী তারকা কুস্তিগিররা। সাম্প্রতিক অতীতে নিজেদের ফেডারেশনের বিরুদ্ধে খেলোয়াড়দের এমন বিক্ষোভ দেখা যায়নি। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী বিনেশ ফোগটের মতো নামী কুস্তিগিররা। সব মিলিয়ে তিরিশ জনেরও বেশি নামী কুস্তিগির এদিনের ধর্নায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-দিনের কবিতা

সেখানে ফেডারেশন প্রেসিডেন্টের বিরুদ্ধে সরাসরি যৌন হেনস্থার অভিযোগ তুলে বিনেশ বলেন, ‘‘জাতীয় শিবিরে প্রেসিডেন্ট এবং কয়েকজন কোচ মহিলা কুস্তিগিরদের নিয়মিত যৌন হেনস্থা করে থাকেন। এই কথা আজ আমি প্রকাশ্যে বলার পর, জানি না কাল বেঁচে থাকব কিনা।’’ পাশে বসা বজরং সেই সময় বলেন, ‘‘এর প্রতিবাদ করায় আমাদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে।’’ বিনেশ আরও বলেন, ‘‘আমি অন্তত ১০ থেকে ১২ জন মহিলা কুস্তিগিরকে জানি, যারা প্রেসিডেন্টের যৌন হেনস্থার শিকার। এই মুহূর্তে ওদের নাম নিতে পারছি না। কিন্তু যদি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয় তাহলে সবার নাম বলব। আমি এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি।’’

আরও পড়ুন-পুরুলিয়ায় বড় বিনিয়োগ

গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা এই প্রসঙ্গে বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব সময় বলেন, বেটি পড়াও, বেটি বাঁচাও। তিনি বলেন খেলো ইন্ডিয়া খেলো। অথচ আজ আমরা কী দেখলাম! যন্তর মন্তরে যাঁরা প্রতিবাদ করছেন, তাঁরা দেশের গৌরব। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পদক এনে দেশের মুখ উজ্জ্বল করেছেন।’’ তিনি আরও বলেন, ‘‘কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট তথা ভারতীয় জনতা পার্টির সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা খেলোয়াড়দের শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং নিন্দা করছে।’’

Latest article