দায়িত্ব নিয়েই কাজে গতি আনতে তৎপর দার্জিলিং পুরপ্রধান

Must read

সংবাদদাতা, দার্জিলিং : শপথগ্রহণের দুদিন বাদে দার্জিলিং পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন দীপেন ঠাকুরী (Dipen Thakuri)। বৃহস্পতিবার দার্জিলিং পুরসভায় গিয়ে নিজের চেয়ারে বসলেন চেয়ারম্যান দীপেন (Dipen Thakuri)। ঘুম স্টেশন এলাকা ২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন তিনি। ভারতীয় গোর্খা প্রজাতন্ত্রিক মোর্চা তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে পুরসভায় বোর্ড গঠন করে। এদিন চেয়ারম্যান দীপেন মন্দিরে পুজো দিয়ে পুরসভায় যান। দায়িত্বভার নেওয়ার সময় বিজিপিএম ও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এদিন দায়িত্ব নিলেও কোনও বৈঠক করেননি চেয়ারম্যান। তবে এখন থেকে প্রতিদিন দফতরে এসে উন্নয়নের পরিকল্পনা নেবেন বলে জানিয়েছেন তিনি। তবে তার আগে পুরসভার কাজে সুবিধার জন্য বিভিন্ন দফতর কাউন্সিলরদের মধ্যে বণ্টন করার প্রক্রিয়ায় শুরু করবেন বলে জানা গেছে। দার্জিলিং শহরকে জঞ্জালশূন্য করা ও শহরের বাইরের পুরসভার অন্তর্গত এলাকাগুলিতে গুরুত্ব দিয়ে কাজ করার কথা বলেন তিনি। উন্নয়নের পরিকল্পনা ও রূপরেখা তৈরি করতে খুব শিগগিরই জিপিএর চিফ এক্সিকিউটিভ অফিসার অনীত থাপার সঙ্গে বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দার্জিলিঙের উন্নয়ন নিয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন নতুন চেয়ারম্যান। বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিঙে এলে অবশ্যই তাঁর সঙ্গে উন্নয়নের পরিকল্পনা নিয়ে কথা বলব। সবাই মিলে দার্জিলিংকে করে তুলব আরও সুন্দর।

আরও পড়ুন-ওবিসি পড়ুয়াদের ‘মেধাশ্রী’ প্রকল্পে ভাতা দেবে রাজ্য, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Latest article