ওবিসি পড়ুয়াদের ‘মেধাশ্রী’ প্রকল্পে ভাতা দেবে রাজ্য, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Must read

এবার ওবিসি পড়ুয়াদের ‘মেধাশ্রী’ প্রকল্পে (Medhashree Scholarship- Mamata Banerjee) ভাতা দেবে রাজ্যের তৃণমূল সরকার। বাংলায় অন্যান্য অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের বৃত্তি বন্ধ করে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। কিন্তু রাজ্য সরকার সেই বৃত্তি দেব। এই খবর আগেই শোনা গিয়েছিল। বৃহস্পতিবার, আলিপুরদুয়ারে (Alipurduar) সরকারি পরিষেবা দেওয়ার অনুষ্ঠান থেকে সরকারিভাবে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, বাংলার ওবিসি ছাত্রছাত্রীদের এবার রাজ্য সরকারই ৮০০ টাকা করে বৃত্তি দেবে। সেই প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী (Chief Minister Mamata Banerjee) রেখেছেন ‘মেধাশ্রী’।

আরও পড়ুন: আলিপুরদুয়ারে প্রশাসনিক সভা থেকে উত্তরবঙ্গকে এক নম্বর পর্যটন কেন্দ্র করতে তৎপর মুখ্যমন্ত্রী

এদিনের অনুষ্ঠান থেকে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় (Medhashree Scholarship- Mamata Banerjee)। একশো দিনের কাজ, গ্রামীণ সড়ক যোজনা, আবাস যোজনার টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। এমনকী ওবিসি ছাত্রছাত্রীদের বৃত্তিও বন্ধ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, “ওবিসি ছেলেমেয়েরা লেখাপড়া করবে, বড় হবে—আমরা সবাই তা চাই। ওরা যদি টাকা না দেয় তা হলে না দিক। আমরা চালিয়ে যাব। আমরা শিক্ষাশ্রী দিই, কন্যাশ্রী দিই, বিবেকানন্দ স্কলারশিপের (Vivekananda Scholarship) টাকা দিই, এ বার ওবিসি ছেলেমেয়েদেরও টাকা দেব। আর দিল্লি যদি টাকা না দেয়, তা হলে এখান থেকে ওরা কীভাবে টাকা নিয়ে যায়, তাও এবার দেখব।” শিক্ষাশ্রীর পাশাপাশি এই সরকারি প্রকল্পের আওতায় এবার থেকে ওবিসি স্কলারশিপের টাকা দেওয়া হবে।

আরও পড়ুন: ‘আমার মতো করে উত্তরবঙ্গকে কেউ চেনে না, আমি মানসিকভাবে উত্তরবঙ্গে বাসিন্দা’ বার্তা মুখ্যমন্ত্রীর

Latest article