সাইক্লোনে মৃত ৩৫০

ভয়াবহ ঘূর্ণিঝড় ফ্রেডি আছড়ে পড়ল পূর্ব আফ্রিকার মালাউইতে। সরকারিভাবে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের বলি হয়েছেন প্রায় ৩৫০ জন

Must read

প্রতিবেদন : ভয়াবহ ঘূর্ণিঝড় ফ্রেডি আছড়ে পড়ল পূর্ব আফ্রিকার মালাউইতে। সরকারিভাবে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের বলি হয়েছেন প্রায় ৩৫০ জন। বেশকিছু মানুষ নিখোঁজ। অনেকেই গুরুতর জখম হয়েছেন। তাই হতাহতের সংখ্যা আরও বাড়বে। মালাউই প্রশাসন জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রায় ২ লক্ষ মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। মালাউইয়ের প্রতিবেশী দেশ মোজাম্বিকেও ফ্রেডির মারাত্মক প্রভাব পড়েছে। সে দেশেও বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে বলে খবর।

আরও পড়ুন-ইজরায়েলে মিলল নতুন ভ্যারিয়েন্ট

ইতিমধ্যেই ঘূর্ণিঝড়-বিধ্বস্ত মালাউইকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত। পূর্ব আফ্রিকার এই দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, কয়েকদিন আগেই সে দেশে আছড়ে পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্রেডি। ঘূর্ণিঝড়ের রেশ কাটার আগেই শুরু হয় প্রবল বৃষ্টি। যে কারণে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি থামার পর বুধবার শুরু হয় উদ্ধারকাজ। তারপরে উদ্ধার হয়েছে ৩৫০ জনের দেহ। উদ্ধারকাজ কিছুটা আগে শুরু করা গেলে ক্ষয়ক্ষতির সংখ্যা কিছুটা এড়ানো যেত বলে মনে করা হচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টেলিফোন ও বিদ্যুতের একের পর এক খুঁটি ভূমিশয্যা নিয়েছে। ফলে সে দেশে বিদ্যুৎ বিপর্যয় চলছে। বন্ধ টেলিফোন পরিষেবা।

Latest article