প্রতিবেদন : রেকর্ড গড়ে ৬ সপ্তাহে ৩৬ হাজার বিয়ে রাজ্যে। কোভিড বিধি শিথিল হতেই গত ৬ সপ্তাহে ৩৬ হাজার রেজিস্ট্রি বিয়ে হয়েছে বাংলায়৷ এ ক্ষেত্রেও রেকর্ড গড়েছে রাজ্য৷ সরকার কোভিড-১৯ বিধিনিষেধ কিছুটা শিথিল করার পরই বিয়ের নিবন্ধনের নিরিখে রেকর্ড গড়ে ফেলেছে পশ্চিমবঙ্গ। জানা গিয়েছে, গত এপ্রিল, মে এবং জুন মাসে, যখন দ্বিতীয় ঢেউ সক্রিয়, সেই সময় রাজ্যে হাজার হাজার বিয়ে নথিভুক্ত রানোর কাজ বাতিল হয়েছিল। ইদানিং রাজ্যে নতুন সংক্রমনের দৈনিক সংখ্যা অনেকটাই কমেছে৷
আরও পড়ুন : বিজেপির সমালোচনা করে বাংলাকে দেশের বাঘ বললেন শিবসেনা সাংসদ
বিয়ে বাতিল করা সেই সব হবু দম্পতিদের সিংহভাগ তাদের ঝুলে থাকা বিয়ের অনুষ্ঠান সাঙ্গ করে ফেলেছেন। রাজ্য সরকার চলতি মাসের প্রথম ১৫ দিনে ৯,৯৪৬টি বিবাহের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েছে। ভাদ্র মাসে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে হয় না। তাই বিয়ের চাপ বৃদ্ধি পেয়েছে বলেই প্রশাসনের বক্তব্য৷ মহরমের আগে মুসলিম সম্প্রদায়ের বিয়ের সংখ্যাও উল্লেখযোগ্য রকম বেশি ছিল। সব মিলিয়েই গত ৬ সপ্তাহে রেকর্ড সংখ্যক বিয়ে হয়েছে বাংলায়। রাজ্যের ম্যারেজ অফিসার সংগঠনের এক পদাধিকারী এদিন বলেছেন, করোনার কারণে লকডাউন পর্ব চলাকালীন গোটা রাজ্যে বিয়ের সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল। সামাজিক বিযে তো বটেই, রেজিস্ট্রি বিয়ের ক্ষেত্রেও হবু দম্পতিরা ওই সময়ে বিয়ে করতে রাজি হননি নানা কারণে। এখন পরিস্থিতি বদলে গিয়েছে।