বিজেপির সমালোচনা করে বাংলাকে দেশের বাঘ বললেন শিবসেনা সাংসদ

Must read

প্রতিবেদন: কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নারায়ণ রানে এবং গেরুয়া দলের কড়া সমালোচনা করলেন শিবসেনার নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার হুমকি দিয়ে গ্রেফতার হয়েছিলেন রানে। আদালতের নির্দেশে জামিন পাওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি। সেসময়ই রানে হঠাৎই বলে বসেন, “মহারাষ্ট্রকে আমরা কখনোই পশ্চিমবঙ্গ করতে দেব না।”

আরও পড়ুন- প্রথমবার কলেজিয়ামের সুপারিশ করা ৯ বিচারপতির নামেই সম্মতি কেন্দ্রের

রানের ওই মন্তব্যেরই কড়া সমালোচনা করেছেন রাউত। বৃহস্পতিবার এই শিবসেনা সাংসদ বলেন, বিজেপির কোনও লজ্জা নেই। ওরা তো পশ্চিমবঙ্গে গিয়ে গোহারা হেরেছে। কিন্তু তাতেও ওদের শিক্ষা হয়নি। ওরা এখন সবার বিরুদ্ধেই অশালীন ভাষা ব্যবহার করছে। বিজেপি নেতারা যদি এ ধরনের কথাবার্তা বলতে থাকেন তবে আমরা মহারাষ্ট্রে ওদের অস্তিত্বই মুছে দেব।

আরও পড়ুন- আফগানিস্তানের একসময়ের মন্ত্রী এখন পিৎজা ডেলিভারি বয়

শিবসেনা সাংসদের কথায়, বিজেপির জানা উচিত, পশ্চিমবঙ্গ হচ্ছে এখন দেশের বাঘ। বিজেপি তো বাংলায় সবকিছুই খুইয়েছে! কিন্তু তাতেও ওদের কোনও লজ্জা বা আত্মসম্মানবোধ নেই। সে কারণেই মানুষের বিরুদ্ধে এ ধরনের অশালীন ভাষা প্রয়োগ করছে। এ ধরনের ভাষা বলতে থাকলে মানুষ সময়মতো ওদের উপযুক্ত জবাব দেবে। ২০২৪-এর নির্বাচনে ওরা তার প্রমাণ পেয়ে যাবে।

 

Latest article