সংবাদদাতা, হাওড়া : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের কৃতী পড়ুয়াদের আর্থিক সাহায্যের জন্য চালু হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই মুহূর্তে তা থেকে উপকৃত হচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। সম্প্রতি বিধানসভায় বিধায়ক সুকান্ত পালের উত্থাপিত এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে শিক্ষা দফতরের সহসচিব লিখিতভাবে বিধায়ককে জানান, উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ২০২২-২৩ অর্থবর্ষে ৩৬১ কোটি ৫৪ লক্ষ ৩২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন-বেসরকারি স্কুলের লাগামছাড়া ফি রুখতে বিল আনবে রাজ্য
২০২১-২২ অর্থবর্ষে পড়ুয়াদের এই স্কলারশিপ বাবদ রাজ্য দিয়েছিল ৬০৮ কোটি ১৮ লক্ষ ৭৬ হাজার টাকা। চলতি অর্থবর্ষে ৩ লক্ষ ১ হাজার ২৮৬ ছাত্রছাত্রী এই স্কলারশিপের সুবিধা পেয়েছেন। গত ২০২১-২২ আর্থিক বছরে ৫ লক্ষ ৬ হাজার ৮২৩ জন পড়ুয়া এই স্কলারশিপের সুবিধা পেয়েছেন। উচ্চশিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য বিধায়ক সুকান্ত পাল বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় চালু হওয়া এই স্কলারশিপ স্কিম থেকে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আর্থিক সহায়তা পাচ্ছেন। এর ফলে তাঁরা নির্ভাবনায় পড়াশোনা চালিয়ে যেতে পারছেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার রাজ্যের পড়ুয়াদের পাশে যো সবসময় রয়েছে এই পরিসংখ্যানই তা স্পষ্ট।’’
আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও নদীবাঁধ সারাচ্ছে রাজ্য
প্রসঙ্গত, মাধ্যমিকে যাঁদের নম্বর ৬০ শতাংশ বা তার বেশি এবং পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নিচে বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পে প্রতি মাসে ১ হাজার টাকা করে উচ্চমাধ্যমিক স্তরে স্কলারশিপ পান। স্নাতক স্তরে কমার্স ও আর্টসের ছাত্রছাত্রীরা মাসে ১ হাজার টাকা করে এবং বিজ্ঞানের ছাত্রছাত্রীরা দেড় হাজার টাকা করে এই প্রকল্পে আর্থিক সহায়তা পান। স্নাতকোত্তরে আর্টস ও কমার্সের ছাত্রছাত্রীরা মাসে ২ হাজার ও বিজ্ঞানের ছাত্রছাত্রীরা আড়াই হাজার টাকা করে পান। স্নাতকোত্তর স্তরে কোনও পেশাদার কোর্স বা ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্সেও এই প্রকল্পে আর্থিক সহায়তা পাওয়া যায়।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…