কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও নদীবাঁধ সারাচ্ছে রাজ্য

বাঁধ ভেঙে নদীর নোনা জল ঢুকে গ্রাম যাতে কোনওভাবে প্লাবিত না হয় সেদিকে নজর রাখছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।

Must read

সংবাদদাতা, সাগর : গঙ্গাসাগরে একাধিক নদী বাউন্ডারি ভেঙে গিয়েছে। দ্রুত গতিতে সারানোর জন্য ঘুরে ঘুরে দেখছেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। দিন দিন যেভাবে নদী বাঁধ ভাঙছে আতঙ্কে কাটাচ্ছেন নদীবাঁধের পাশে থাকা গ্রামবাসীরা। বাঁধ ভেঙে নদীর নোনা জল ঢুকে গ্রাম যাতে কোনওভাবে প্লাবিত না হয় সেদিকে নজর রাখছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। সুন্দরবনের যেখানে যেখানে নদীর বাঁধ ভেঙেছে সেইসব বাঁধ পরিদর্শন করেন মন্ত্রী।

আরও পড়ুন-বিধানসভায় ব্রাত্যর তোপে রাজ্যপাল ছাত্রমৃত্যু নিয়ে কড়া জবাব গদ্দারকে

গঙ্গাসাগর ব্লকের মুড়িগঙ্গা অঞ্চলের সাপখালি গ্রামের নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী বঙ্কিম হাজরা। মন্ত্রী বলেন, যেখানে যেখানে বাঁধ ভাঙার খবর এসেছে আমি দ্রুততার সঙ্গে কাজ করছি। সেচ দফতর দ্রুততার সঙ্গে কাজ করছে, কেন্দ্র সরকার টাকা না দেওয়ার কারণে সুন্দরবন-সহ যে নদীবাঁধ আছে সেগুলোতে কাজ করা যাচ্ছে না। রাজ্য সরকার সেচ দফতরের উদ্যোগে যতটা পারা যাচ্ছে বাঁধ মেরামতের কাজ চলছে। সুন্দরবন এলাকার মানুষরা ভাল থাকুক এটা চায় না কেন্দ্র। একাধিকবার নদী বাউন্ডারি নিয়ে কেন্দ্র সরকারকে জানানো হয়েছে এই বাঁধ মেরামতের জন্য। কেন্দ্র একটা টাকাও দেয়নি।

আরও পড়ুন-চম্পাহাটিতে বাজি হাবের জমি দেখল প্রশাসন

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেনা মাথায় নিয়ে সুন্দরবন এলাকার মানুষদের রক্ষার জন্য সেচ দফতরের মাধ্যমে বেশ কিছু জায়গায় পাকাপোক্ত বাঁধ গড়ে দিয়েছেন। কেন্দ্র সরকার টাকা দিলে বাকি অস্থায়ী বাঁধগুলো পাকাপোক্ত করা যেত। সুন্দরবনবাসীর সঙ্গে কেন্দ্র বঞ্চনা করছে, এমনটাই বললেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। সামনে ষাঁড়াষাঁড়ি কোটালের আগে রাজ্য সরকার বেশ কিছু জায়গায় বাঁধ মেরামতির কাজ শুরু করেছে। যাতে তাড়াতাড়ি এই কাজ সম্পূর্ণ করা যায় তার ব্যবস্থা করবেন বঙ্কিমচন্দ্র হাজরা।

Latest article