প্রতিবেদন : রাজ্য সরকারের সেচ দফতরের উদ্যোগে ১৮.৬ কিলোমিটার দীর্ঘ কেষ্টপুরের নিউ কার্ট ক্যানাল সংস্কারের কাজ শুরু হচ্ছে। এর জন্য ২৫ কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে। এই খাল কলকাতা পুরসভা, বিধাননগর পুরনিগম ও নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি ও দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ ব্লকের কিছু অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে।
আরও পড়ুন-কাজ না হওয়ায় বিজেপির উপর ক্ষুব্ধ গ্রামবাসীরা, তালা ঝুলল পঞ্চায়েত অফিসে
এই খাল সংস্কারের কাজ শেষ হলে কলকাতা পুরসভার চিৎপুর, উল্টোডাঙা, বেলঘরিয়া, দক্ষিণ দমদম পুরসভার দমদম পার্ক, বিধাননগর পুরসভার উত্তর ও দক্ষিণ অংশ-সহ একাধিক জায়গার জল জমার সমস্যা মিটবে। এর পাশাপাশি বাগজোলা খাল ও ক্যান্টনমেন্ট খাল সংস্কারের কাজও শুরু হচ্ছে। এই খাল দুটির দৈর্ঘ্য ১৩.৩ কিলোমিটার। এর জন্য ১৩ কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে। এই খাল সংস্কারের কাজ শেষ হলে কামারহাটি, বরানগর, দক্ষিণ দমদম, দমদম ও বিধাননগর পুরনিগম এলাকার কিছু অংশে জল জমার সমস্যা মিটবে। বামফ্রন্টের ৩৪ বছরের শাসনে বিধাননগর থেকে লেকটাউন, দমদম পার্ক এবং পূর্ব কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জলভাসি হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন অবিলম্বে খাল সংস্কার করে মানুষের দুর্ভোগ কমাতে। সেইমতোই কাজ শুরু হয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে।