কাজ না হওয়ায় বিজেপির উপর ক্ষুব্ধ গ্রামবাসীরা, তালা ঝুলল পঞ্চায়েত অফিসে

একাধিক অনিয়মের অভিযোগ তুলে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল গ্রামবাসীরা, অবরুদ্ধ হিলি-বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়ক

Must read

সংবাদদাতা, বালুরঘাট : বেহাল রাস্তা, আবেদন করেও মেলেনি আবাস যোজনার ঘর, একাধিক অনিয়মের অভিযোগ তুলে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল গ্রামবাসীরা, অবরুদ্ধ হিলি-বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়ক। উল্লেখ্য যে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ১৮টি গ্রাম সংসদ বিশিষ্ট ১০ নম্বর অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতে গত ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বোর্ড গঠন করে। যার পরে ৫টি বসন্ত কাটতে চললেও এই গ্রাম পঞ্চায়েতের বসবাসকারী গ্রামবাসীদের বক্তব্য, বাদামাইল থেকে হরিপুর হয়ে কুরমাইল যাওয়ার প্রায় ৪ কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকলেও রাস্তা নির্মাণ হয়নি।

আরও পড়ুন-শুভেন্দুকে কড়া বার্তা বিজেপির শীর্ষ নেতৃত্বের

শুধু তাই নয়, গ্রামবাসীদের বক্তব্য, তাঁরা যথাযথ নিয়ম মেনে গ্রাম পঞ্চায়েত মারফত আবাস যোজনার জন্য আবেদন করলেও আবাস যোজনার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে কোনও অজানা কারণে। যে অভিযোগ তুলে এদিন হরিপুর গ্রামের ক্ষুব্ধ গ্রামবাসীরা অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝোলানোর পাশাপাশি বালুরঘাট-হিলি ৫১২ নং জাতীয় সড়ক অবরুদ্ধ করে। এদিন হরিপুর গ্রাম সংসদে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিও সাধারণ গ্রামবাসীদের সঙ্গে বিক্ষোভে শামিল হন।

আরও পড়ুন-শীতের রাতে দুর্ঘটনা কমাতে পুলিশি দাওয়াই স্পেশ্যাল চা

ক্ষুব্ধ গ্রামবাসীদের মধ্যে অন্যতম আরতি চৌধুরি বলেন, মাঠে ঘাটে কাজ করে জান চলে যাচ্ছে আর এরা এসি ঘরে বসে বাবুগিরি করে৷ হরিপুর সংসদের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি বিজয় মাহাতো বলেন, হরিপুর সংসদে আবাস যোজনার আবেদনকারীদের নাম কাটা হয়েছে, বাদামাইল থেকে কুরমাইল অবধি রাস্তা নির্মাণ হয়নি। ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও সুশান্ত প্রামাণিক ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ গ্রামবাসীদের আশ্বস্ত করলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।

Latest article