সংবাদদাতা, মালদহ : ফের নগদ টাকা উদ্ধার। ঘটনাস্থল মালদার কালিয়াচক (Maldah-Kaliachak)। শনিবার সন্ধ্যায় এসটিএফ ও কালিয়াচক থানার পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার প্রায় ৩৭ লক্ষ টাকা। এই অর্থের সন্ধান পাওয়া গিয়েছে এক পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই টাকার সঙ্গে মাদক পাচারকারীদের যোগাযোগ রয়েছে। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৩৭ লক্ষ টাকা। গ্রেফতার এক মহিলা। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মহিলার নাম ফতেমা বিবি। তার স্বামী রয়েল শেখ বর্তমানে মাদক পাচারের অভিযোগে জেলবন্দি। ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মাল জেলা সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, শান্ত রাজ্যকে (Maldah-Kaliachak) অশান্ত করতে চাইছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে এই টাকা ব্যবহার করে তারা নাশকতা ছড়াতে চাইছে বলে আমার বিশ্বাস। পুলিশ সূত্রে আরও জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কালিয়াচক থানার মোজামপুর থেকে হেরোইন-সহ রয়েল শেখকে গ্রেফতার করে সিআইডি। এসটিএফ সূত্রে খবর, এই বিপুল পরিমাণ অর্থ রয়েল শেখের। রয়েল শেখের স্ত্রী ফতেমা বিবিকে এই মামলায় মূল অভিযুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে মালদারই গাজলের ঘাকশোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে অভিযান চালিয়ে সিআইডি আধিকারিকরা উদ্ধার করেন প্রায় দেড় কোটি টাকা।
আরও পড়ুন-টাকা পাচার রুখতে তৈরি হল টাস্কফোর্স
পরিযায়ী শ্রমিকের বাড়িতে এই বিপুল অঙ্কের টাকা কীভাবে এল? অন্য কোনও কারবারের সঙ্গে ওই শ্রমিক কি যুক্ত? এসবের উত্তর খুঁজতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এই টাকা ঠিক কোন কাজে ব্যবহার করার জন্য মজুত করা হয়েছিল তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্নও। ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। আরও কোনও সূত্র বেরোয় কি না তারও সন্ধান চালানো হচ্ছে। এই টাকা উদ্ধারের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। হিংসা ছড়ানোর উদ্দেশ্যে এই টাকা মজুত হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।