বিদ্যালয়ে গিয়ে ক্লাস নিলেন বিডিও

Must read

সংবাদদাতা, বকখালি:‌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে এবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের নামখানা ব্লকের বেশ কয়েকটি প্রাইমারি স্কুল ঘুরে দেখলেন স্থানীয় বিডিও শান্তনু সিংহ ঠাকুর (BDO Shantanu Singha Thakur)। স্কুলের পরিকাঠামো ঘুরে দেখার পাশাপাশি পড়ুয়াদের পড়াশোনার মান, মিড-‌ডে মিল নিয়েও খোঁজখবর নেন বিডিও। শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই ফ্রেজারগঞ্জ লক্ষ্মীপুর প্রাইমারি স্কুলে গিয়ে উপস্থিত হন বিডিও শান্তনু সিংহ ঠাকুর (BDO Shantanu Singha Thakur)। প্রতিদিনের মত তখন ক্লাস চলছিল। বিডিও শিক্ষকদের সঙ্গে কথা বলার পর প্রথম ও তৃতীয় শ্রেণির ক্লাসে চলে যান। পড়ুয়াদের সঙ্গে আলাপ করার পাশাপাশি সাধারন জ্ঞান নিয়ে কিছু প্রশ্ন করেন। পড়ুয়াদের কাছে তিনি জানতে চান ২৪ পরগনা দিয়ে আরও একটি জেলার নাম বল?‌ বকখালি কি জন্যে বিখ্যাত?‌ ফ্রেজারগঞ্জ বানান কি। অনেক পড়ুয়াই সঠিক উত্তর দিয়ে দেয়। সঠিক উত্তর পেয়ে খুশি হন বিডিও। বিডিওকে পেয়ে পড়ুয়ারাও আনন্দিত। মূলত মৎস্যজীবীদের বাস এই এলাকায়।

আরও পড়ুন-পরিযায়ী শ্রমিকের বাড়িতে ৩৮ লাখ

Latest article