সোমবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) চোপড়ার (Chopra) দাসপাড়ার চেতনাগছে সীমান্ত এলাকায় হাইড্রেন খুঁড়ছিল বিএসএফ (BSF)। হাইড্রেন যদিও সেখানে করার কথা নয়, মাটি খোঁড়ার কথা ছিল অন্যত্র। গ্রামের কয়েকজন শিশু সেই সময় খেলছিল। তখনই মাটিতে ধস নেমে ঘটে মর্মান্তিক ঘটনা। চার জন শিশু চাপা পড়ে যায় মাটির নিচে। তারপরও বিএসএফের জওয়ানরা ওই শিশুদের দেখতে পায়নি বলে অভিযোগ। জেসিবি নিয়ে মাটি ফেলা চলতেই থাকে। এই ঘটনায় সীমান্তরক্ষীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন-জোট সরকার কীভাবে সূত্র খুঁজছে পাকিস্তান, জয়ী নির্দলদের ভূমিকা গুরুত্বপূর্ণ
এমন এক ঘটনায় আজও রাজনীতি তোলপাড়। নিজের এক্স হ্যান্ডেলে এই নিয়ে পোস্ট করেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘উত্তর দিনাজপুরের মর্মান্তিক ঘটনাটি স্বরাষ্ট্র মন্ত্রনালয় নিয়ন্ত্রিত বিএসএফ-এর নির্মমতা প্রকাশ করে। অমিতশাহ, বাংলা দীর্ঘকাল ধরে আপনার অবহেলা সহ্য করেছে, কিন্তু আমরা এই অসাবধানতা আর সহ্য করতে রাজি নই। কিভাবে নিরাপত্তার জন্য নিয়োজিত বাহিনী এই ধরনের ট্র্যাজেডির মূল কারণ হতে পারে? আমার আন্তরিক প্রার্থনা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আছে।’
আরও পড়ুন-গৃহযুদ্ধে অশান্ত মায়ানমার, জল মেপে এগোতে চায় বাংলাদেশ সরকার
প্রসঙ্গত, আজ মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ নীরব বিক্ষোভে শামিল হবেন। জানা গিয়েছে, সীমান্ত এলাকায় বিএসএফ হাইড্রেন খুঁড়ছিল। মাটিটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল। ৬-৭টা বাচ্চা ওখানে খেলতে গেলে এই ঘটনা ঘটে। কলকাতায় একটি সাংবাদিক বৈঠকেও এই ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মন্ত্রী বীরবাহা হাঁসদা।
The tragic incident in Uttar Dinajpur unveils the callousness of the BSF, controlled by the Home Ministry.
HM @AmitShah, Bengal has long suffered your disregard for human lives, but we refuse to tolerate this INATTENTION any longer.
How can forces deployed for SAFETY be the… pic.twitter.com/mnQhjZSpD9
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 12, 2024