দমদমে নতুন সেতুর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

দমদম রোডে (Dumdum Road) বাগজোলা খালের উপরে নতুন করে তৈরি হয়েছে সেতুটি। এবার যান চলাচলের জন্য সেটি খুলে দেওয়া হল।

Must read

দমদম রোডে (Dumdum Road) বাগজোলা খালের উপরে নতুন করে তৈরি হয়েছে সেতুটি। এবার যান চলাচলের জন্য সেটি খুলে দেওয়া হল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভার্চুয়াল (Virtual) মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে সকালের দিকে কিছুক্ষন ছোট গাড়ি চলাচলের জন্য খোলা রাখা হয়েছিল সেতুটি। তবে কিছু কাজ বাকি রয়েছে। তাই বাস ও পণ্যবাহী গাড়ি এখনই চলাচল করতে পারবে না।

দমদম স্টেশন থেকে ওই রাস্তায় ঢোকার মুখে দু’দিকে বাজার বসে। এবং দিন দিন আরও বাড়ছে। দমদম স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত পথচারীদের চলাচল বেশ সমস্যার। ফুটপাত দখল হয়ে গিয়েছে। ফুটপাতের বহু দোকানই রাস্তায় নিজেদের জিনিস রাখে। তাই কিছুটা হলেও স্থানীয়দের মধ্যে সংশয় থেকেই যাচ্ছে। দক্ষিণ দমদম পুর কর্তৃপক্ষ জানায় ওই রাস্তায় যানবাহন এবং পথচারীদের সুবিধা করতে সেতু নির্মাণের পাশাপাশি রাস্তা সম্প্রসারণ ও সার্ভিস রোড তৈরির কাজ চলছে।

সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়ক অদিতি মুন্সী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমকলমন্ত্রী সুজিত বসু, দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপার্সন কস্তুরী চৌধুরী-সহ পুরপ্রতিনিধিরা। যদিও এই সেতুর কাজ এখনও বাকি তবুও কিছুটা হলেও স্বস্তি তো বটেই। ফুটপাতে রেলিং দেওয়া হচ্ছে। দোকান-বাজার থাকলেও ফুটপাতে পথচারীদের চলাচলের জায়গা নিশ্চিত করা হচ্ছে।

Latest article