প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারি কর্মীরা প্রথম থেকেই নতুন পেনশন পরিকল্পনা বা এনপিএসের বিরোধিতা করে আসছেন। পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার দাবিতে রাজ্যে রাজ্যে চলছে আন্দোলন। এরই মধ্যে ক্রমশ এগিয়ে এসেছে ২০২৪-এর লোকসভা ভোট। ভোটের আগে সরকারি কর্মীদের ক্ষোভে প্রশমনের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করল মোদি সরকার। কেন্দ্রীয় অর্থসচিব টি ভি সোমনাথের নেতৃত্বাধীন ৪ সদস্যের এই কমিটি এনপিএস নিয়ে সরকারকে বিস্তারিত রিপোর্ট দেবে।
আরও পড়ুন-কুড়মি অবরোধে বিপর্যস্ত তিন জেলা
পুরনো পেনশন স্কিম ফেরানোর দাবিতে দেশব্যাপী কর্মচারী সংগঠনগুলির আন্দোলনের চাপে মোদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস নতুন পেনশন প্রকল্প হিসেবেও পরিচিত। যা চালু হয়েছে প্রায় দুই দশক আগে। দেড় দু’বছর আগে অবসর নেওয়া বেশিরভাগ কর্মচারীই নিউ পেনশন স্কিম অনুযায়ী অবসরভাতা পাচ্ছেন। অবসরপ্রাপ্ত কর্মচারীদের দাবি, পুরনো পেনশন স্কিমের তুলনায় নতুন পেনশন স্কিমে তাঁরা যৎসামান্য পরিমাণে অবসরভাতা পাচ্ছেন। পুরনো পেনশন প্রকল্পে অবসরপ্রাপ্ত কর্মচারীরা অবসরের মাসে পাওয়া বেতনের প্রায় অর্ধেক টাকা পেনশন হিসেবে পান। বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মীদের যেমন মহার্ঘ ভাতা দেওয়া হয় তেমনই অবসরপ্রাপ্তদেরও দেওয়া হয় ডিএ। পেনশন বাবদ দেয় অর্থের পুরোটাই সরকার বহন করে থাকে।
আরও পড়ুন-বঙ্কিম-সাহিত্যের আলো-কালো নারীচরিত্র
কিন্তু নতুন পেনশন প্রকল্পে অবসরপ্রাপ্ত কর্মীরা যৎসামান্য টাকা পেয়ে থাকেন। এই টাকা পাওয়ার ক্ষেত্রেও অনেক জটিলতা রয়েছে। ২০০৪ সালে চালু হওয়া ওই নতুন পেনশন প্রকল্পে কর্মচারীদের বেতন থেকে প্রতি মাসে ১০ শতাংশ করে অর্থ কেটে রাখা হয়। পাশাপাশি সরকারও ১০ শতাংশ অর্থ বহন করে। ওই অর্থ জমা রাখা হয় পেনশন তহবিলে। ওই অর্থ সরকারের নির্ধারিত কিছু আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারে বিনিয়োগ করা হয়ে থাকে। ওই বিনিয়োগের কারণে যে টাকা সুদ হিসেবে আসে তা থেকেই কর্মচারীদের পেনশন দেওয়া হয়।
আরও পড়ুন-সেলুলয়েডের সুচিত্রা
অর্থাৎ অবসরপ্রাপ্তদের পেনশনের বিষয়টি নির্ভর করছে শেয়ারবাজারের ওঠাপড়ার উপর। কেন্দ্রের পাশাপাশি বেশ কিছু রাজ্যেও এই নতুন পেনশন প্রকল্প চালু হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলি ছাড়াও কংগ্রেস শাসিত রাজ্যেও এই নতুন পেনশন প্রকল্প মেনে কর্মচারীদের অবসর ভাতা দেওয়া হচ্ছে। যা নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে। রাহুল গান্ধী ঘোষণা করেছেন, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতা এলে ফের পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনা হবে। বিজেপির অন্দরেও এই নতুন পেনশন স্কিম বাতিলের দাবি উঠেছে। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নতুন পেনশন স্কিম বাতিলের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনলে সরকারের ঘাড়ে বিপুল আর্থিক বোঝা চাপবে। সেক্ষেত্রে উন্নয়নমূলক প্রকল্পে অর্থের ঘাটতি হবে।