সংবাদদাতা, সন্দেশখালি : বহিরাগত মহিলাদের নিয়ে গিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মারধরের ঘটনায় বিজেপির চার কার্যকর্তাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতেই তাঁদের গ্রেফতার করে সন্দেশখালি (Sandeshkhali) থানার পুলিশ। নিরাপত্তার স্বার্থে তাঁদের মিনাখাঁ থানায় রাখা হয়। সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালি-কাণ্ডে যে চার বিজেপি নেতানেত্রীকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা উৎপল মাইতি, সুপ্রকাশ মণ্ডল, অজিত সর্দার ও গীতা বর। পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান জানান, চারজনকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করা হয়েছে। সন্দেশখালি (Sandeshkhali) আপাতত শান্ত। বিধায়ক সুকুমার মাহাতো বলেন, একের পর এক ভিডিও ভাইরাল হওয়াতে বিজেপির কুকীর্তি ফাঁস হয়ে যাচ্ছে। পয়ের তলার মাটি সরে যেতেই টাকার বিনিময়ে মহিলাদের সম্মান নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে। তাও প্রকাশ পেয়ে যাওয়াতে এখন তৃণমূলের কর্মীদের উপর হামলা চালাচ্ছে। আমরা পুলিশে অভিযোগ করেছি পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। তৃণমূল কর্মীদের নিগ্রহের প্রতিবাদে সোমবার বিকেলে সন্দেশখালির কালীনগরে ধিক্কার মিছিল ও ধিক্কার সভা করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
আরও পড়ুন-এতই যদি ভালবাসা নিঃশর্ত অধিকার দিন মতুয়াদের: নেত্রী