এতই যদি ভালবাসা নিঃশর্ত অধিকার দিন মতুয়াদের: নেত্রী

Must read

প্রতিবেদন : মতুয়াদের প্রতি যদি মোদিবাবুর এতই ভালবাসা, তবে তাঁদের নিঃশর্তে অধিকার দিচ্ছেন না কেন? সোমবার বনগাঁ উত্তরের জনসভা থেকে সেই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে জানান, ফর্ম ফিল আপ করতে বলছেন কেন? এমনিই দিয়ে দিন। আপনারা বরং এক কাজ করুন। এখানকার যিনি বিজেপি প্রার্থী তাঁকে বলুন আবেদন করতে, ফর্ম ফিল আপ করতে। দেখবেন, করবেন না। কেন করেননি? তার কারণ তিনি বিদেশি হয়ে যাবেন। কেউ করেনি। আসলে এটা একটা চক্রান্ত।

আরও পড়ুন- চতুর্থ দফায় বিজেপির অশান্তি, হারের ভয়ে দিশেহারা

তিনি বলেন, আপনাদের এখানকার বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কী করেছেন আপনাদের জন্য? কিছু করেননি, শুধু ঘুরে বেড়িয়েছেন। আর নাগরিকত্ব দেব বলে কোথাও কোথাও টাকাও তুলেছেন। কালকেও মোদিবাবু বলে গিয়েছেন সিএএ করবই। আমি বলে রাখি, আমার মতুয়া ভাই-বোনেরা সবাই নাগরিক। গায়ের জোরে তাঁদের অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন। আপনাদের গায়ে হাত দেওয়ার আগে, আমার গায়ে আগে হাত দিতে হবে। আমার জিন্দা লাশের উপর দিয়ে মোদিকে পেরোতে হবে। আপনাদের রেশন কার্ড রয়েছে, আপনাদের বাড়ির ঠিকানা নেই? সম্পত্তি নেই? লক্ষ্মীর ভাণ্ডার পান না? কিসান ভাতা পান না? তাহলে আপনাদের অধিকার নিয়ে তিনি বলবার কে! বনগাঁর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হুঙ্কার, সিএএ করতে দেব না। এনআরসি করতে দেব না। এদিন ঠাকুরবাড়ির সঙ্গে তাঁর সম্পর্কের কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। বীণাপাণি দেবীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলেন। তারপর বলেন, মমতাবালা ঠাকুরকে আমি সম্মান দিয়েছি। তাঁকে প্রার্থী করেছি। তিনি জিতেও ছিলেন। বিজেপি মিথ্যা কথা বলে তাঁকে হারিয়ে দিয়েছে। তারপরে আমরা তাঁকে রাজ্যসভায় প্রার্থী করে সম্মান দিয়েছি। এদিন ঠাকুরনগরের উন্নয়ন, গাইঘাটার উন্নয়ন, বনগাঁর উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন এদিনের মঞ্চ থেকে।

Latest article