ভোট চলাকালীন কেরলে মৃত্যু ৪ জনের, প্রশ্ন উঠছে কমিশনের ভূমিকায়

Must read

দেশজুড়ে তাপপ্রবাহের জেরে প্রায় সকলেই অসুস্থ হয়ে পড়ছেন। এমন তাপপ্রবাহের মধ্যেই শুক্রবার দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল থেকেই দেশের ৮৮টি আসনে তীব্র গরমকে উপেক্ষা করেই গণতন্ত্রের উৎসবে সামিল দেশবাসী। আর এমন তাপপ্রবাহের কারণেই ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু হল ৪ জনের। এক পোলিং এজেন্টের এবং ৩ জন ভোটার (Kerala vote)। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে কেরল। এমন খবর সামনে আসতেই কেন্দ্রের মোদি সরকার ও নির্বাচন কমিশনকে আক্রমণ বিরোধীদের। বিরোধীদের অভিযোগ, এমন দাবদাহে যেখানে বাড়ির বাইরে পা বাড়াতে গেলে দশবার ভাবতে হচ্ছে সাধারণ মানুষকে। সেখানে বিজেপির কথা মতো চলতে গিয়ে তীব্র গরমে জোর করে সাত দফায় ভোট করিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে গেরুয়া শিবির। আর তার জেরেই চরম সর্বনাশের মুখে ঠেলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। যদিও এই তীব্র গরমে সাত দফা ভোট করানোর বিরুদ্ধে প্রথম থেকেই সরব তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীরা।

আরও পড়ুন- কবে প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল? জানাল মধ্যশিক্ষা পর্ষদ

সূত্রের খবর, এদিন কেরলের ওই ৩ আসনে ভোটদানের পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ ভোটারের (Kerala vote)। পরে আরেকজনকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপরদিকে গরমে অসুস্থ হয়ে কোঝিকোরে মৃত্যু হয়েছে এক ইলেকশন এজেন্টের।

এদিন কেরল লোকসভার ২০ আসনে ভোটাভুটি হচ্ছে। সেখানে একদিকে যেমন ভাগ্য পরীক্ষা হচ্ছে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী, শশী থারুর এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের মতো একাধিক হেভিওয়েটদের। গত পনেরো দিন ধরে লু বইছে কেরলে। আর শুক্রবার তাপপ্রবাহ সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে।

Latest article