প্রতিবেদন : এবার এক স্মার্ট কার্ডে চড়া যাবে চার পরিবহণে। চড়া যাবে বাস, ট্রাম, মেট্রো এবং ফেরিতেও। শীঘ্রই পরিবহণ দফতর চালু করতে চলেছে নতুন এই কার্ড। যার নাম ন্যাশনাল কমন মোবিলিটি (এনসিএমসি)। মাস দুয়েকের মধ্যেই অত্যাধুনিক এই কার্ড চলাুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে স্মার্ট কার্ড গ্রাহকদের পুরনো কার্ডটি বদলে দেওয়া হবে এই সুবিধা পাবার জন্য।
আরও পড়ুন-বাবুলের জোড়া ট্যুইটে খোঁচা রাজ্যপালকে
বিভিন্ন ডিপো থেকে তাঁরা পাবেন নতুন কার্ড। পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক করতে ও এক করতেই রাজ্য সরকারের এই ভাবনা। যে সংস্থাটি এই পুরো কাজটি করবে তারাই নতুন টিকেটিং সিস্টেম চালু করবে। যার জন্য আনা হয়েছে নতুন ৩০০০ ইলেকট্রনিক টিকেটিং মেশিন। ইতিমধ্যেই তিনটি ডিপোয় টাকিট কাটার ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে। পরিবহণ সূত্রে খবর, যে স্মাট কার্ড এখন যাত্রীরা ব্যবহার করেন তা দিয়ে শুধু ডব্লুবিটিসির বাসে এবং ট্রামে টিকিট কাটা যায় এবার এনবিসিএসটিসির বাসেও এই কার্ড ব্যবহার করা যাবে।