বাবুলের জোড়া ট্যুইটে খোঁচা রাজ্যপালকে

স্পিকার নয়, নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়কে ডেপুটি স্পিকারের কাছেই শপথগ্রহণ করতে হবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যপাল।

Must read

প্রতিবেদন : স্পিকার নয়, নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়কে ডেপুটি স্পিকারের কাছেই শপথগ্রহণ করতে হবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যপাল। এবার জোড়া ট্যুইটে রাজ্যপালকে জবাব দিলেন বাবুল সুপ্রিয়। প্রথম ট্যুইটে বাবুল লেখেন, ‘মহাশয়, যেহেতু আপনি জনসমক্ষেই আমার কাছে একটি প্রশ্ন উত্থাপন করেছেন, তাই সেটা এড়িয়ে যাওয়ার ধৃষ্টতা আমি দেখাব না। বরং বিনয়ের সঙ্গে দায়িত্বপূর্ণ উত্তর দেওয়ার প্রয়োজন বলেই মনে করি।

আরও পড়ুন-সিঁথিতে পুলিশি হানায় উদ্ধার কোরাল

যদিও, আমার সীমিত জ্ঞানে জানা নেই সংবিধান শপথগ্রহণে বাধা দেয় কি না। বিধায়ক হিসেবেই জনসমক্ষে মহামান্য রাজ্যপালের উত্তর দিলাম।’ দ্বিতীয় ট্যুইটে বাবুল রাজ্যপালকে খোঁচা দিয়ে লেখেন, ‘মাননীয় মহাশয়, আমি বুঝতে পারি যে সংবিধান সম্পর্কে আমার জ্ঞান আপনার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে দু’বারের সাংসদ এবং প্রায় ৮ বছর একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে এটুকু বলতে পারি, যখন ট্যুইটারের অস্তিত্ব ছিল না তখন আমাদের সংবিধান রচিত হয়।’ রাজ্যপাল জগদীপ ধনকড়ের গড়িমসির কারণেই আটকে ছিল বাবুলের শপথগ্রহণ। শপথ পাঠের জন্য একাধিক শর্ত চাপিয়েছেন রাজ্যপাল। বাবুলকে ডেপুটি স্পিকারের কাছে শপথ নিতে হবে বলে জানান।

আরও পড়ুন-আলিপুরদুয়ার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে সাড়ে ৩ কোটি

শনিবার করা বাবুলের ট্যুইটের জবাব রবিবার দিয়েছিলেন রাজ্যপাল। তিনি লিখেছিলেন, ‘১৬১ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বাবুল সুপ্রিয়র প্রকাশ্যে মাননীয় স্পিকারের দ্বারা শপথ গ্রহণের জন্য রাজ্যপালকে অনুরোধ করা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, গ্রহণযোগ্যও নয়।’ তারই পাল্টা জবাব বাবুলের।

Latest article