মহরাষ্ট্রের থানেতে (Maharashtra Thane) এক নির্মীয়মান বহুতলে দুর্ঘটনায় মৃত্যু হল সাতজন শ্রমিকের। লিফট ভেঙে পড়ে গিয়েছে বলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। মেহেন্দ্র চৌপল, রুপেশ কুমার দাস, হারুণ সেখ, মিথিলেশ, কারিদাস, সুনীল কুমার দাস নামের ব্যক্তিদের মৃত্যু হয়েছে। একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন-মেঝেতে ছেলের পচাগলা দেহ, পাশের ঘরে অসুস্থ বৃদ্ধা মা
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই ঘটনা নিয়ে লেখেন, ‘মর্মান্তিক, থানেতে লিফট দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাতে চাই। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি আমি।’
থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক আধিকারিক এই বিষয়ে জানান, লিফটটি ভেঙে পড়ার সময় সেখানে সাতজন শ্রমিক ছিলেন। প্রত্যেকেই মারা গিয়েছেন। গতকাল, রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে পৌনে সাতটার মধ্যে হঠাৎ ৪০ তলা উঁচু রুনওয়াল কমপ্লেক্স নামের এই ভবনের লিফট ভেঙে পড়ে। ভূগর্ভস্থ তৃতীয়তল বেসমেন্টে পড়ে যায় লিফ্ট। ভবনটির কাঠামো তৈরি হওয়ার পর ছাদে ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলছিল।
আরও পড়ুন-রেকর্ড আয়কর রাজ্যের বিদ্যুৎ নিগমের
থানে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। হঠাৎ কী কারণে লিফটটি ছিঁড়ে পড়ল, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, লিফটের দড়ি ছিঁড়ে গিয়ে এই বিপত্তি। শ্রমিকরা লিফটে করে নীচে নামছিলেন আর তখনই হঠাৎ ছিঁড়ে যায় লিফ্ট। আপাতত, মৃতদেহগুলিকে দুর্ঘটনাস্থল থেকে সরানো হয়েছে। দেহগুলিকে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে খবর।