রেকর্ড আয়কর রাজ্যের বিদ্যুৎ নিগমের

আয়কর মেটানোর অঙ্কে এগিয়ে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশনও। এই সংস্থা আয়কর বাবদ মিটিয়েছে প্রায় ৩৯ কোটি টাকা

Must read

প্রতিবেদন : রাজ্যের টাকায় ভরছে কেন্দ্রের ঝুলি। আয়কর দেওয়ার ক্ষেত্রে রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করছে রাজ্যের অধীনস্থ বিভিন্ন সংস্থা। এ বিষয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে রাজ্যের বিদ্যুৎ দফতরের অধীনস্থ সংস্থাগুলো। তথ্য বলছে, রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থাগুলি গত আর্থিক বছরে আয়কর মিটিয়েছে মোট ১৯২ কোটি টাকারও বেশি। পাশাপাশি প্রায় ৬১ কোটি টাকা আয়কর মিটিয়েছে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার মেটানো আয়করের অঙ্ক প্রায় ১৫ কোটি টাকা।

আরও পড়ুন-দাদু-ঠাম্মার ইতিকথা

আয়কর মেটানোর অঙ্কে এগিয়ে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশনও। এই সংস্থা আয়কর বাবদ মিটিয়েছে প্রায় ৩৯ কোটি টাকা। সবমিলিয়ে রাজ্যের সংস্থাগুলোর দেওয়া মোটা অঙ্কের আয়করের টাকায় অনেকটাই ঝুলি ভরছে আয়কর দফতরের। স্বীকার করেছে আয়কর বিভাগই। আয়কর দফতরের দেওয়া তথ্যে দাবি করা হয়েছিল, বাংলার শিল্পসংস্থাগুলো থেকে আদায় করা করের অঙ্কের ৩ ভাগের একভাগ আসে মাত্র ১০টি সংস্থা থেকে। এটা পরিষ্কার রাজ্যের থেকে পাওয়া রাজস্বেই পকেট ভরছে কেন্দ্রীয় সরকারের। তথ্য বলছে, সেরা করদাতার তালিকায় যে সকল সংস্থাগুলি রয়েছে তাদের থেকে আদায় হওয়া আয়করের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা।

Latest article