৩০ কোটি টাকার কেলেঙ্কারি, চিটফান্ড খুলে প্রতারণা, ধৃত বিশ্বভারতীর বাংলার ছাত্রী

রবিবার ভোরে পশ্চিম গুরুপল্লির একটি বাড়ি থেকে বোলপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে৷ ৩ ফেব্রুয়ারি এর দাদাকে গ্রেফতার করেছিল পুলিশ।

Must read

সংবাদদাতা, বোলপুর : উপাচার্যের কাণ্ডকারখানা নিয়ে বিশ্বভারতী এমনিতেই খবরের শীর্ষে। তার ওপর শেয়ার মার্কেটের নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার সঙ্গীতভবনের রবীন্দ্রসঙ্গীত বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রী ঈশিতা শীল। এক চিটফান্ড সংস্থার কর্ণধারের বোন। রবিবার ভোরে পশ্চিম গুরুপল্লির একটি বাড়ি থেকে বোলপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে৷ ৩ ফেব্রুয়ারি এর দাদাকে গ্রেফতার করেছিল পুলিশ।

আরও পড়ুন-রেকর্ড আয়কর রাজ্যের বিদ্যুৎ নিগমের

বোলপুরে প্রায় ১৫০ জন যুবকের কাছ থেকে ৩০ কোটি টাকা তুলেছিল ভুঁইফোড় সংস্থা এস এস কনসালটেন্সি। ৩ ফেব্রুয়ারি পুলিশের নজরে আসে৷ দায়ের হওয়া একাধিক অভিযোগের ভিত্তিতে কর্ণধার শুভ্রায়ন শীলকে গ্রেফতার করে বোলপুর থানার পুলিশ। বোলপুরের প্রায় ১৫০ জন যুবকের কাছ থেকে বাড়তি মুনাফার লোভ দেখিয়ে লক্ষাধিক টাকা করে তোলা হয়েছে শেয়ার মার্কেটের নামে। এবার শুভ্রায়নের বোন ঈশিতাকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারি পরোয়ানা ছিল৷ গা-ঢাকা দিয়েছিলেন। এদিন ভোরে পশ্চিম গুরুপল্লির একটি ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বোলপুর মহকুমা আদালতের বিচারক ঈশিতাকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Latest article