আসানসোলে চালু দুই দূষণহীন বাস

এখনও পর্যন্ত ৩০টি ব্যাটারির বাস চালু করা হয়েছে। আরও ৯০টি চালু করা হবে তবে পরে ইলেকট্রিক বাসও আসছে রাজ্যে।

Must read

সংবাদদাতা, আসানসোল : আসানসোলে দূষণ কমাতে আরেক উদ্যোগ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের। রবিবার আসানসোল সিটি বাসস্ট্যান্ড থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা দুটি সিএনজি বাস চালু করছে। বাস দুটির উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক ও স্থানীয় সাংসদ শত্রুঘ্ন সিনহা। ছিলেন সুভাষ মণ্ডল, চেয়ারম্যান দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ও পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় প্রমুখ। ছিলেন কাউন্সিলররা এবং ডেপুটি মেয়ররাও।

আরও পড়ুন-৩০ কোটি টাকার কেলেঙ্কারি, চিটফান্ড খুলে প্রতারণা, ধৃত বিশ্বভারতীর বাংলার ছাত্রী

বাসগুলি আসানসোল থেকে ভেদিয়া হয়ে দুর্গাপুর, আসানসোল হইতে সিউড়ি ভায়া পাণ্ডবেশ্বর যাবে। এই বাসগুলি শুধু দূষণ কমাবে তাই নয়, এগুলোয় যাত্রীস্বাচ্ছন্দ্যও অনেক বেশি। ডিজেল বাস ক্রমশ তুলে এই জাতীয় দূষণহীন যানই সর্বত্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি বাসস্ট্যান্ডে গ্রিন করিডর করা হবে। তার মধ্যে আসানসোল ও দুর্গাপুরও আছে। এখনও পর্যন্ত ৩০টি ব্যাটারির বাস চালু করা হয়েছে। আরও ৯০টি চালু করা হবে তবে পরে ইলেকট্রিক বাসও আসছে রাজ্যে।

Latest article