কল্পনা, ইচ্ছাশক্তির জোরে টেলিস্কোপ তৈরি অনির্বাণের

বিশ্ব জুড়ে যখন ভারতের জয়জয়কার, বিজ্ঞানে যখন ধীরে ধীরে বিজ্ঞ হচ্ছে দেশ, তখন নতুন প্রজন্মও দৃষ্টান্ত তৈরির লক্ষ্যে এখন থেকেই হাতেখড়ি নিচ্ছে

Must read

সুমন করাতি, হুগলি: বিশ্ব জুড়ে যখন ভারতের জয়জয়কার, বিজ্ঞানে যখন ধীরে ধীরে বিজ্ঞ হচ্ছে দেশ, তখন নতুন প্রজন্মও দৃষ্টান্ত তৈরির লক্ষ্যে এখন থেকেই হাতেখড়ি নিচ্ছে। পড়তে পড়তেই আরদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে হাতেকলমে রিফ্লেকটর টেলিস্কোপ বানিয়ে ফেলল খানাকুলের নবম শ্রেণির ছাত্র অর্নিবাণ নন্দী। এই বয়সেই দুর্দান্ত ভাবনা, ইচ্ছেশক্তি ও উদ্দীপনা বজায় থাকলে আগামী দিনে দৃষ্টান্ত হয়ে উঠবে সে, এমনটাই মত অনেকের।

আরও পড়ুন-দুটি অনবদ্য ছোটদের বার্ষিকী

অর্নিবাণ জানায়, ‘চাঁদ, তারা বা বিভিন্ন গ্রহ খুব ভাল করে কেউই দেখতে পারি না। মোবাইল বা টিভির পর্দায় যেটুকু দেখা যায় দেখি। নিজের চোখে দেখার আনন্দই আলাদা, তাই অনলাইনে রিসার্চ করে লেন্স ও দরকারি সব কিছু জোগাড় করে এই রিফ্লেকটর টেলিস্কোপটি তৈরি করেছি। এটি একটি ৫০ এমএম ডায়ামিটারের টেলিস্কোপ। এর মাধ্যমে স্পষ্টভাবে দেখা যাবে চাঁদকে। এ ছাড়া অন্যান্য গ্রহও দেখা যাবে।’ সোশ্যাল মিডিয়ায় এরকম টেলিস্কোপ তৈরি করতে দেখে অনির্বাণেরও ইচ্ছে হয় দূরের জিনিস কাছ থেকে দেখা যায় এমন কিছু বানানোর। এই টেলিস্কোপ তৈরি করতে তার সময় লেগেছে প্রায় দেড় মাস। অনির্বাণের বাবা পার্থ নন্দী জানান, ‘প্রথম থেকেই ওর মধ্যে ক্রিয়েটিভ মনোভাব রয়েছে। ঘরের বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিজের উদ্যোগে নতুন কিছু গড়ার চেষ্টা করে। সেই নেশায় প্রয়োজনীয় জিনিসপত্রও নিজেই জোগাড় করে নেয়। তারপর রাত জেগে নিজের ভাবনা-পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করে।’

Latest article