প্রতিবেদন : রাজ্যে আগামী পঞ্চায়েত ভোটে ৪০০ জন পর্যবেক্ষক এবং ৩০ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ হবে। এই পর্যবেক্ষক কারা হবেন তা জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশন সরকারকে চিঠি দিয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনা করে পঞ্চায়েত ভোটের পর্যবেক্ষকদের নাম স্থির করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামী মে মাসেই পঞ্চায়েত নির্বাচন হতে পারে বলে আভাস মিলেছে। সেই মতো প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোটগ্রহণ কেন্দ্র, বুথ, ভোটকর্মী সংক্রান্ত প্রস্তুতি প্রায় শেষ।
আরও পড়ুন-চাকরি না দিয়েই খোলামুখ খনির মাটি কাটছে রাষ্ট্রায়ত্ত ইসিএল, বিক্ষোভ চলাকালীন অসুস্থ ২ জমিদাতা
বুধবারই প্রকাশিত হয়েছে রাজ্যের ভোটগ্রহণ কেন্দ্রের খসড়া তালিকাও। তবে নজরদারি চালানোর জন্য পর্যবেক্ষকদের তালিকা তৈরির ক্ষেত্রে কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে। ডেপুটি সেক্রেটারি বা তার ওপরের র্যাঙ্কের পদাধিকারীদের পর্যবেক্ষক করা হবে। ব্লক পিছু একজন না দু’জন করে পর্যবেক্ষক থাকবেন, তা নির্ভর করবে রাজ্য কতজনের নাম কমিশনকে পাঠাচ্ছে, তার ওপর। তবে প্রাথমিকভাবে ব্লক পিছু একজন অফিসারকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হবে বলে খবর। বিশেষ পর্যবেক্ষকদের নিযুক্ত করার ব্যাপারেও একই পদ্ধতি। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তুতি থেমে নেই। একদিকে এই ভোটে কোন কোন সরকারি কর্মচারীর ডিউটি পড়বে তা যেমন জেলাশাসকরা তৈরি করে ফেলেছেন এবং চলতি মাসেই তাঁদের প্রশিক্ষণ শুরু হয়ে যাচ্ছে।
আরও পড়ুন-ভারতীয় সেনার গোলন্দাজ বাহিনীতে যোগ মহিলাদেরও
এদিকে এবার পঞ্চায়েত নির্বাচনে বুথের সংখ্যা যে বাড়তে চলেছে সেটা আগেই জানা গিয়েছিল। বুধবার ভোটগ্রহণ কেন্দ্রের খসড়া তালিকা বার হওয়ার পর দেখা যাচ্ছে বুথের সংখ্যা অনেকটাই বেড়েছে। আর সেই কারণে এবারে গতবছরের থেকে বেশি পর্যবেক্ষক মাঠে নামামো হবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তবে এটা সম্ভব হবে রাজ্য সরকার পর্যবেক্ষক হিসাবে ঠিক কতজনকে দিতে পারে তার ওপর। ভোটগ্রহণ কেন্দ্রের যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, তা নিয়ে অভিযোগ থাকলে রাজনৈতিক দলগুলি জানাতে পারবে বলে জানিয়ে দিয়েছেন কমিশন। মোটামুটি ৬০ হাজার ভোটগ্রহণ কেন্দ্র থাকছে এবার। কোন এলাকায়, কোন স্কুলে ক’টি বুথ হচ্ছে, সবই বিস্তারিত উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়।